আমার তৈরি আরেকটি অ্যান্ড্রয়েড অ্যাপ

” বিসমিল্লাহির রাহমানির রাহীম(পরম করুণাময় আল্লাহ্’র নামে শুরু করছি)” আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আপনাদের ভাল টিউন উপহার দিতে পারলে “ইনশাল্লাহ” আমিও ভাল থাকব। আজকে আপনার জন্য নিয়ে আসলাম আমার তৈরি আরেকটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি একটি ওয়েবসাইট ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ। মুলত এই অ্যাপটি ওয়েবসাইটের কন্টেন্টকে বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করবে। এটি তেরি করতে আমার মডিফাই করা একটি ওয়াডপ্রেস প্লাগিন ব্যবহার করা হয়েছে। যারা C-program, Java-program, Android App Development শিখতে চান, তারা এই অ্যাপটি ইন্সটল করতে পারেন। কারণ, এটা আমার ওয়েব সাইটের কন্টেন্টকে লোড করবে। আর আমার ওয়েবসাইটে নিয়মিতভাবে C-program, Java-program, Android App Development-এর Text Tutorial পাবলিস করা হয়।

অ্যাপটির কিছু বৈশষ্ট্য রয়েছে, যেমন- Splash Screen, ProgressBar, Navigation Drawer Menu, Back Button, Forward Button, Refresh Button, Exit Button, slider etc.

Splash Screen: অ্যাপ চালু করলে একটা স্ক্রীন আসবে। এবং ৫ সেকেন্ড স্থায়ী থাকবে।
ProgressBar: কন্টেন্ট লোড না হওয়া পর্যন্ত একটা হুইল ঘুরতে থাকবে।
Navigation Drawer Menu: এখানে মেনু আইটেম দেয়া আছে।

নিচে কিছু স্ক্রীনসর্ট এবং অ্যাপটির লিংক দিলাম।

Download Link: App

আমার তৈরি আরও কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস-এর লিংক:
Play Store link

Personal website link

আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Email: [email protected]

Level New

আমি zoaddar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমাকে একটু হেল্প করেন। আমি এ্যাপস বানানো শিখতেছি। এর জন্যে এন্ড্রয়েড স্টুডি ও 1.3 ভার্সন ব্যবহার করতেছি। ডিজাইন যতটুকুই করতে পারতেছি, কিন্তু সেটাকে এপিকে ফাইল হিসাবে সেভ করতে পারতেছি না। এটা কিভাবে করতে হয় জানালে উপকৃত হতাম।