অনেকদিন ধরেই ভাবছিলাম “মজার গণিত” ব্লগের জন্যে একটা অ্যাপ বানাবো। কিন্তু সময় করে উঠতে পারিনি! 😛 ! জানুয়ারীর ২ তারিখ হতে কাজ শুরু করলাম। আমি অ্যাপ বানানোর কাজে পুরাই নতুন। তাই, টাইমটা বেশিই লাগলো। ১৩ ই জানুয়ারী, ২০১৪ ইং তারিখে কোনমতে অ্যাপ বানানোর কাজ শেষ করলাম। দীর্ঘ ১২ দিন কষ্ট করে অ্যাপটা বানালাম। এরপর, মোবাইলে অ্যাপটা নিয়ে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আছে কিনা?- টা দেখতে থাকলাম আর অ্যাপ এর বাগগুলা ফিক্স করতে থাকলাম। সবশেষে, গতকাল ১৯/১২/১৪ ইং তারিখ, রোজ রবিবার, রাত ১১ টা বেজে ৩৫ মিনিটে অ্যাপ্লিকেশনটার ফাইনাল কাজ সম্পন্ন করে মিডিয়াফায়ারে আপলোড দিলাম।
ডাউনলোড করার পূর্বে অ্যাপ্লিকেশনের কিছু স্ক্রিনশট দেখে নিতে পারেন-
I was thinking for a long time, "funny math" for blog will create an app. But by the time I could not get up! : P! January started work to date. It worries me in the construction of the new App. So too was taimata. On January 13, the date of its inception in 014 ended barely App brewing. 1 app you made a long hard day. Then, the mobile app you have any problem with the application? - To see the look of the app started to fix bagagula. Finally, the date of 191214 Ying, every Sunday, 11pm, 35 minutes past the final ayaplikesanatara upload midiyaphayare have been completed.
Before you download the application, take a look at some screenshots of the can-
অ্যাপ্লিকেশন ভার্সনঃ 1.6
সাইজঃ 1.65 এমবি
Contact Me: http://www.facebook.com/djsjsagor
আমি ক্যাপ্টেন নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করবার জন্য