জীবনে অনেক অবিধান ব্যবহার করেছি, কিন্তু সত্যি বলতে এত মজার অবিধান এর আগে পাই নি।অবিধান কিভাবে মানুষ কে শব্দ শিখায় সেটা এই অ্যাপ্লিকেশান ব্যবহার না করলে বুঝতাম না,
বাংলা টু ইংলিশ,ইংলিশ টু বাংলা অ্যান্ড ইংলিশ টু ইংলিশ .
হোম স্ক্রিনে শব্দ দিয়ে ওয়ালপেপার সেট করার সুবিধা-ফেভরিট হিসাবে সেট করা শব্দ গুলা খুব সহজে ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবেন, সেই সেটিং টা ও অনেক ইজি।
ফুল লিস্ট ভিউ-যেই জিনিস টা আমার সবচাইতে বেশি ভাল লাগছে সেটা হল এত গুলা শব্দের এত স্মুথ লিস্ট আগে কোন আপ্পস এ দেখি নাই।
হিস্ট্রি ও পছন্দের লিস্ট
সমার্থক( synonym), বিপরিতার্থক শব্দ(antonym)
নাউন(noun), প্রনাউন(pronoun)
প্রাসঙ্গিক শব্দের লিস্ট ভিউ
উচ্চারন শোনার ব্যাবস্থা শব্দের ভয়েজ সার্চ (গুগুলে)।২০০০০০ সব্দের পাশাপাশি আছে অসম্ভব ভাল লাগা কিছু ফিচার
ইংরেজিতে কতগুলো অর্থ দেখতে চান তা সেট করার ব্যাবস্থা
সমৃদ্ধ সেটিংস। সত্যি বলতে আমার অসম্ভব ভাল লেগেছে।
ওয়াল পেপার সেটিং - সেটিং অপশন টি আপনি হোম স্ক্রিন এর লেফট মেনু থেকে পাবেন।
সেখানে ওয়াল পেপার সেটিং করার অপশন পাবেন, ১) ওয়াল পেপার এর ব্যাকগ্রাউন্ড সেটা আপনি আপনার এখন যে ওয়াল পেপার আসে সেটা রাখতে পারেন, অথবা সেটা কে চেইঞ্জ করে পছন্দের রং দিতে পারেন। ২)শব্দের সাইজ সেট করতে পারবেন। ৩) শব্দের রং চেইঞ্জ করতে পারবেন।৪) শব্দের পজিশান (মারজিন দিয়ে) থিক করতে পারবেন।
সমার্থক( synonym), বিপরিতার্থক শব্দ(antonym)
নাউন(noun), প্রনাউন(pronoun) -সেটিং অপশন টি আপনি হোম স্ক্রিন এর লেফট মেনু থেকে পাবেন।নাম্বার হিসাবে ডিফল্ট যা আছে, আপনি তা চেক বক্স ক্লিক করে চেইঞ্জ করে নিতে পারবেন, যদি নাউন এ ক্লিক করে ৫ দেন তবে মেক্সিমাম ৫ টা নাউন দেখাবে।
** ডাউনলোড করে দেখতে পারেন সবাই।একটু সময়ে নিয়া ইউস করলে আশা করি সবাই খুব পছন্দ করবেন।
হোম স্ক্রিন এর ছবি
আমি রাজিব মুনশি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সবাইকে বলছি আমার একটা অনুরুদ আপ্নারা এই সাইট এ ১বার ১০মিনিট কাজ করে দেখেন http://www.buxproof.com/?ref=rubelnirob আমার রেফার ছারাউ করতে পারেন। সুধু এড ভিও করে প্রাই ১৪ ডলার মাসে ১২০ ডলার,আমি হলপ করে বলতে পারি আপনি আপনি সমুস্ত P T C সাইট ছেরে দিবেন,৪বছর ধরে পেমেন্ট দিচ্ছে।। ১০হলে পে আউট করতে পারবেন, ২দিনে ৪০ডলার হয়ে যাবে তহন আপনি add funds এ জান এখন নিচ থেকে ডলার পারচেছ করিয়ে নিন…এখন আপনি রেফার কিনতে পারেন অথবা ডলার আউট করতে পারেন…। আল্লাহ হাফেজ…। ভুল হলে ক্ষমা করবেন । সত্য সবসময় সুন্দর…