আসসালামু আলাইকুম,
প্রিয় টেকটিউনসার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই?
আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ কৃপা এবং রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশের পর্যটন নিয়ে একটি বিশেষ গুরুত্ব পূর্ণ অ্যান্ডরয়েড অ্যাপ।হয়তো বা হতে পারে অ্যাপ টি আপনার সাথের ভ্রমণ সঙ্গী।
সুজলা, সুফলা, শস্য-শ্যামলে এ ভরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। অপূর্ব সৌন্দর্য নানান মনোমুগ্ধকর প্রাকৃতিক বৈচিত্র্যে মিলে আমাদের এই দেশ মন কেড়েছে পুরো বিশ্বময়।
বাংলাদেশে রয়েছে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষনীয় স্থান। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা। অসংখ্য নদ-নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি। দেশের উল্লেখযোগ্য নদ-নদী হলো- পদ্মা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী।
একেকটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও খাদ্যাভ্যাস, চালচলন বিভিন্ন রকমের। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের দেশ যার বাস সুন্দরবনে। এছাড়াও এখানে রয়েছে লাল মাটি দিয়ে নির্মিত মন্দির। এদেশে উল্লেখযোগ্য পর্যটন এলাকার মধ্যে রয়েছে: শ্র্রীমঙ্গল, যেখানে মাইলের পর মাইল জুড়ে রয়েছে চা বাগান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলোর মধ্যে রয়েছে–ময়নামতি, মহাস্থানগড় এবং পাহাড়পুর। রাঙ্গামাট, কাপ্তাই এবং কক্সবাজার প্রাকৃতিক দৃশ্যের জন্য খ্যাত। সুন্দরবনে আছে বন্য প্রাণী এবং পৃথিবীখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এ বনাঞ্চলে অবস্থিত।
পুরো বাংলাদেশ জুড়ে যেসব দর্শনীয়, মনোমুগ্ধকর স্থান, ঐতিহাসিক নিদর্শন আছে সেসব নিয়ে তৈরী করা হয়ে Tourism in Bangladesh অ্যাপস টি।
অ্যাপস টির মাধ্যমে জানতে পারবেন, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ, সমুদ্র সৈকত, পাহাড় ও দ্বীপ, ঐতিহাসিক স্থান সমূহ, ধর্মীয় স্থান সমূহ, বন ও জলাবন, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য আকর্ষনীয় স্থান সমূহ সম্পর্কে।
অ্যাপস টিতে রয়েছে গুগল ম্যাপ এর ব্যবস্থা, যা আপনাকে পর্যটন স্পট টির সঠিক লোকেশন দেখিয়ে দিবে। আপনি ম্যাপ টি ওপেন করে ভাল ভাবে দেখে নিতে পারেন আশে পাশের স্থান, রোড, হোটেল, পুলিশ ষ্টেশন ইত্যাদি।
এছাড়াও আপনার বর্তমান অবস্থান থেকে আপনার কাঙ্খিত টুরিস্ট স্পট কত দূরে তাঁর সঠিক দিক নির্দেশনা ও পেতে পারেন।
অ্যাপস টির কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক...
আমি Love Bdsobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks