আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে একটি গেম শেয়ার করব।গেমটির কিছু ফিচার দেখে আমি মুগ্ধ।কিন্তু যারাই এ গেমটি খেলেছে,তারাই হয়ত মনে মনে ভেবেছে,ওহ!যদি সব গুলি গাড়ি আনলক করতে পারতাম।
নিচে আমি একটু বিস্তারিত বলছিঃ
Dr.Driving
এটি একটি Android Platform Game.তাছাড়া এমুলেটর দিয়ে পিসিতে খেলতে পারবেন।এটাতে বিভিন্ন ধরণের মিশন এবং গাড়ি রয়েছে।কিন্তু সমস্যা এক্টাই যে,সব গাড়ি আনলক করতে বুড়ো হয়ে যাওয়া লাগবে।কেউ হয়ত Freedom দিয়ে হ্যাক করার চেষ্টা করেছেন কিন্তু পারেন নি ফোন রুট না থাকার কারণে।আজকে আমি এই গেমটির মুড ভার্সন আপনাদের দিচ্ছি।
এই গেমে যা থাকবেঃ
আনলিমিটেড গোল্ড এন্ড কয়েন্স
সব গাড়ি এবং মিশন আনলক
ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে যানঃ
যেভাবে ডাঊনলোড করবেনঃলিঙ্কে ক্লিক করার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন তারপর Download File এ ক্লিক করুন।তারপর দেখবেন This direct link will be available for your IP next 24 hours এই লেখাটি এসেছে।এবার শুধু লেখার নিচে Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
Note:এই গেম খেলার জন্য মোবাইল রুট করা লাগবে না।শুধু নরমাল এপিকে ফাইলের মত ইনস্টল করুন এবং ওপেন করে মজা করা খেলুন।আর যদি গেম বলে Unfortunately,Dr.Driving has been stopped.তাহলে এই গেমটি আবার ২৪ বা ৪৮ ঘণ্টা পর ডাউনলোড দিন।দেখবেন কাজ করছে।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।কোনো সমস্যা হলে টিউমেন্টে জানান।
আসসালামু আলাইকুম।খোদাহাফেজ।
আমি ফারদিন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।