আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। বাহিরে যেতে ইচ্ছা করছে না, হারে রয়েছে Android Mobile তাই ভাবলাম ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপস। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।
Mosquito Sound নামের এই এপটি দিয়ে আপনি মশা তাড়াতে পারবেন। যেটি আপনি আপনার Android Mobile এ ব্যবহার করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সেটা কি করে সম্ভব? আমি বলবো সেটা কিছুটা হলেও সম্ভব. এই এপটি এমন একটি শব্দ করবে যার কারণে মশা আর থাকতে পারবে না। এই এপটি ওপেন করে ষ্টার্ট করলে শুরু হবে। তবে একটি কথা মশা থাকবে না ঠিক আছে কিন্তু শব্দটা আসলেই বিরক্তিকর। এই এপটি ব্যবহার করা খুব সহজ। এরকম হয়ত আরো অনেক এপ আছে তবে এটা নতুন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Mosquito Sound এপসটি ডাউনলোড করতে নিচের লিংক দুটা অনুসরন করুন।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে ক্লিক করুন:
Download Mosquito Sound
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এখানে ক্লিক করুন:
বিদ্র: নেটের অলিগলি থেকে এই এপসটির সন্ধান পেলাম তাই ভাবলাম আপনাদের শেয়ার করি। আশা করি Softwareটি সবার ভালো লাগবে। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।
আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
আমার টিউনটি যদি ভালো লেগে থাকে অথবা দারুন সব এপ্স পেতে চান তাহলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসুন। muktomoncho.com
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা একটি বিরক্তিকর শব্দ সৃষ্টি করে ।