আপনার আন্ড্রয়েড মোবাইলের পাওয়ার বাটন বাঁচাতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটির মাধ্যমে আপনার আন্ড্রয়েড মোবাইলের পাওয়ার বাটনের ওপর প্রেসার কমে যাবে ফলে ফোনের পাওয়ার বাটনে সমস্যা হবে না। আমার নিজের ফোনের পাওয়ার বাটনে ২-৩ বার চাপ না দিলে কাজ করে না। তাও আবার অনেক জোরে চাপতে হয়। আপনিও যদি এই সমস্যা থেকে বাচতে চান তাহলে ছোট এই অ্যাপটি ব্যবহার করে আপনার পাওয়ার বাটনের কাজ অনেকটাই কমিয়ে দিতে  পারেন।

উপরের ছবিতে যে ২ টি আইকন দেখতে পারছেন তার প্রথম টিতে ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রীন অফ হবে এবং লক হবে। আর দ্বিতীয় আইকনটি হল এই অ্যাপের সেটিং। স্ক্রীন অফ হওয়ার সাউন্ড অ্যাড করতে পারবেন। অনেক গুলো সুন্দর সুন্দর আনিমেশন আছে যেগুলো অ্যাড করলে স্ক্রীন অফ হওয়াটা আর সুন্দর দেখাবে।

ই আনিমেশনটি সবচেয়ে জনপ্রিয়। পুরনো টিভি যেভাবে অফ হত ঠিক সেইভাবে আপনার ফোনের স্ক্রীনও অফ হবে।

Screenshot_2014-11-21-18-49-56

আশা করি অ্যাপটি আপনাদের কাছে ভালো লাগবে। এটির সাইজ মাত্র ১ মেগা বাইট। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন এখনি।

 

ডাউনলোড লিঙ্ক  -  এখানে ক্লিক করুন।

 

অ্যাপ টির সাইজ মাত্র ১ মেগা বাইট এবং গুগল প্লে স্টোরের রেটিং ও অনেক ভাল। তাই দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন অ্যাপটি কতটা কাজের।

আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি কেডি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

screen on korbo kivabe seita ki ase? na thakle seito power bottom chapte hobe to akta chaper jonno fau akta app kano use korbo? er theke air screenlock ta valo, opor dia hat tanlei(sporso kora lagbena) lock hobe abar lock khulbe.

ধন্ন্যবাদ শেয়ার করার জন্য

ব্যাপারকি আপনারা এপস্ এর নাম উল্লেখ করেন না কেন??? আগে টিটিতে কখনও এমনটা দেখতাম না ৷ দেখা গেল একজন এটা নামিয়ে দেখলো সে আগেও এটা নামিয়ে ধরা খাইছে