সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের দেখাব কিভাবে একই এন্ড্রয়েড মোবাইলে দুই বা এর অধিক WhatsApp ব্যবহার করা যায়। এখন বেশীরভাগ মোবাইলে দুইটা সিম ব্যবহার করা যায়। ধরা যাক আপনার মোবাইলে এয়ারটেল এবং বাংলালিংক দুইটা সিম রয়েছে। এয়ারটেল সিম দিয়ে আপনি বর্তমানে
WhatsApp ব্যবহার করছেন, এখন আপনি এই এপটি ডিলেট না করে বাংলালিংক দিয়ে কিভাবে আরেকটি WhatsApp ব্যবহার করা যায় সেটা দেখানোর চেষ্টা করব।
আপনার আগের যে WhatsAppটি রয়েছে তার চ্যাট ব্যাকআপ করে নিন। WhatsAppটি আনইন্সটল করে দিন। এখন আপনার ফাইল ম্যানেজার এ WhatsAppএর যে ফোল্ডারটি রয়েছে তা রিনেম করে লিখুন OGWhatsApp, নিচের ছবির মত।
এখন আমার দেয়া OGWhatsAppটি ইন্সটল করুন এবং নাম্বার দিয়ে একটিভ করুন (আগে যে নাম্বার দিয়ে WhatsApp ব্যবহার করতেন সেটা দিয়ে এক্টিভ করুন)।
ব্যস কাজ শেষ। এখন প্লে স্টোর থেকে WhatsApp ইন্সটল করে একটিভ করুন (নতুন নাম্বার দিয়ে)। আগে ঠিক যেভাবে WhatsApp ইন্সটল করতেন সেভাবেই করবেন। এখন আরামে একই এন্ড্রয়েড মোবাইলে দুইটা WhatsApp ব্যবহার করুন।
যদি কেঊ উপকৃত হন তাহলে অবশ্যই জানাবেন।
আমার জন্য দোয়া করবেন।
খোদাহাফেজ।
আগামী টিউনঃ কিভাবে ইউএসএ এর নাম্বার দিয়ে Whatsapp, Viber ব্যবহার করবেন। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে টিউন করব ইনশাল্লাহ। আমি নিজে ব্যবহার করি, প্রমান নিচে দেয়া হল।
যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে আমার সাথে (+18458231010) এই নাম্বার এর মাধ্যমে WhatsApp এ যোগাযোগ করতে পারেন।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।