আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব। আর তাছাড়া পেইড অ্যাপ গুলো ডলার ছাড়া ডাউনলোড করা যায় না। তাই আজ আপনাদের সাথে ৮টি কাজের অ্যাপ শেয়ার করবো। আশা করি অ্যাপ গুলো আপনাদের কাজে লাগবে।
১। English To Bangla Translate
এই অ্যাপ টি দিয়ে যেকোন English Sentence কে বাংলায় আনুবাদ করতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
২। Automatic Call Recorder Pro
Automatic Call Recorder এর ফ্রি ভার্সন আর কতোদিন চালাবেন ? এবার নিন Automatic Call Recorder এর Pro ভার্সন। দারুন কিছু ফিচার আছে Pro ভার্সনে। Play Store এ এটার মূল্য $7.34।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৩। MX Player Pro
সিনেমা বা ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও প্লেয়ার হোল MX Player Pro। ফ্রী ভার্সনের চাইতে অনেক বেশী সুবিধা পাবেন Pro ভার্সনে।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৪। Smart Tool
গুগল প্লে স্টোরে অ্যাপটির মূল্য ২.৪৬$। এই অ্যাপটি ব্যবহার করে কোন কিছুর দৈর্ঘ্য, দূরত্ব, উচ্চতা পরিমাপ করতে পারবেন খুব সহজেই।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৫। Lockdown Pro Premium
এই অ্যাপ টি দিয়ে আপনি যেকোনো অ্যাপ, গ্যালারী, ছবি সবকিসুই লক করে রাখতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৬। CamScanner
CamScanner -Phone PDF Creator দিয়ে এবার অতি সহজেই আপনার বিভিন্ন ডকুমেন্ট,কার্ড,ক্রেডিট কার্ড,ভিসিটিং কার্ড,ও যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে পারবেন।
ডাউনলোড লিংক - এখানে ক্লিক করুন।
৭। Lancher 8 Pro
এটি গুগল প্লে স্টোরের জনপ্রিয় একটি লঞ্চার। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির মূল্য ৪.৯০ ডলার।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৮। BD Tv Channels
অসাধারন অ্যাপ যেটি দিয়ে বাংলাদেশী ২৭টি টিভি চ্যালেন দেখতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
অ্যাপ গুলো আপনি আপনার রুট বা আনরুট অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
awsm thnx bro..