Clash OF Clans হ্যাক করার টুল নিয়ে নিন।সংগ্রহে রাখুন পরে কাজে লাগতে পারে। [Only For ROOT User]

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।এটি আমার ৩য় টিউন।আমরা সবাই Clash of Clans খেলি কিন্তু কোন সময় হ্যাক করে খেলিনি।এখন হয়ত অনেকে বলতে পারে হ্যাক ছাড়া খেলতে ভালো লাগে।আমার কথা একবার হ্যাক করা গেম খেলুন আপনার কাছে এ গেমটি ফালতু মনে হবে।আমি এ কথা আমার অভিজ্ঞতা থেকে বলছি।এর আগে এ নিয়ে অনেক টিউন করা হয়েছে কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে,ভালো সফটোয়্যার নেই।এর কারণেই আজকে আমার এ টিউন।

সর্বপ্রথম এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
তারপর ইন্সটল দিন।অপেন করলে দেখবেন অনেকগুলো সারভার আছে।যেকোনো একটিতে ক্লিক করুন।ক্লিক করার পর দেখতে পারবেন যে একটা নোটিফিকেশন এসেছে।OK করুন।ব্যাস কাজ শেষ এবার শুধু ক্ল্যাশ অফ ক্ল্যান্স ওপেন করুন আর মুখ হা করে রাখুন।

নোটঃঅবশ্যই মোবাইল রুট থাকতে হবে।রুট ছাড়া মোবাইলে হবে না।

আপনি CLASH OF CLANS হ্যাক করলে যা পাবেন তা নিচে দেওয়া হলোঃ
*আনলিমিটেড জেমস
*আনলিমিটেড এক্সিলার
*আনলিমিটেড ডার্ক এক্সিলার
*আনলিমিটেড গোল্ড
প্রতিবার গেম ওপেন করবার পর আপনার জেম এর সংখ্যা হবে ৯৯৯৯৯৯৯৯৯৯৯।আর ত্রফি ৪০০০।

আপনি যেসব সারভার পাবেন সেগুলো থেকে Clash of kill সিলেক্ট করলে ভাল।এ সারভার কোন সময় অফ্লাইনে থাকে না।
আমার ২য় টিউনটি পেনডিং করে দেওয়া হয়েছে।সেটি হলোঃ যেভাবে একদিনে ০.১০ আয় করা যায় এবং সাথে সাথে পেমেন্ট নেয়া যায়।টিউনটি দেখতে এখানে যান।

সময়ের অভাবে বিস্তারিত লেখতে পারলেম না শুধু সফটোয়্যার শেয়ার করলাম।আমি জানি আপনারা নিজে নিজেই পারবেন।তারপরেও যদি কোনো সমস্যা হয় টিউমেন্ট করুন,যথাসাধ্য চেষ্টা করব।
ভালো থাকবেন।আসসালামু আলাইকুম।

Level 0

আমি ডিজে এমেলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি কি কাজ করে?

এটা কোনো হ্যাক না। এটা COC Private Server.

এটা ওদের নিজস্ব সার্ভার ।Clash of Clans এর সাথে এর কোনো সম্পর্ক নাই। তাই আপনি এইখানে Facbook,google এড করতে পারবেন না। আপনার ট্রফি বাড়বেও না কমবেও না।

Attact দিতে গেলে যারা এই সার্ভার এ খেলে সুধু তাদের কে পাবেন।

    আমি জানি এটা COC Private Server কিন্তু এটা নিয়ে খুশি থাকতে হবে।আমার টিম মিলে এ গেম হ্যাক করার চেষ্টা চালিয়েছি হ্যাক করার ৩ মিনিট ২১ সেকেন্ড পর আমাদের ব্যন করে দেয়।তাই আমি এখন HideMyAss সহ আর ও সফটওয়্যার দিয়ে আইপি আপ বন্ধ রেখে খেলছি।প্রাইভেসির কারণে শেয়ার করতে পারলাম না।আপনারা মাথা খাটান অবশ্যই পারবেন।

ভাই পোস্ট টি আপনার সাইটে পকাশ করে তার লিংক দেন।

This version in no more supported দেখাচ্ছে

সার্ভার কাজ না করলে এটা দেখতে পারেন http://bit.ly/1LFmVJ3

COC new update privaate server e kaj kore na…. LOL!!!

শুভ ভাই, CoC ১০০% হ্যাক করা সম্ভব। শুধু একটু লেগে থাকা লাগে।