বন্ধুরা শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি ভালো আছেন। ভালো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সবার মাঝে এখন খুশির ঈদ বয়ে যাচ্ছে। যাক আসল কথায় আসি।
আমরা সবাই কম বেশী মোবাইল ব্যবহার করি কিন্তু আমাদের মোবাইলের অনেক জরুরি কোড আছে যে গুলো আমাদের দরকারি কিন্তু আমরা জানিনা। আর জানার ফলে মেকারের কাছে যাই। এছাড়া মোবাইলে ব্যবহৃত সিম কোম্পানি অনেক গোপনিয় কড ও বিভিন্ন সার্ভিসের শর্ট কোড আছে যা আমরা জানিনা। আর এই সমস্ত সকল কোড প্রয়োজনীয় কোড গুলোকে একত্রে করে এই এন্ড্রয়েড এপপ্সটি তৈরি করা হয়েছে। এই এপপ্সটি সাথে থাকলে আপনাকে আর কোন কোড মুখস্থ রাখতে হবে না। যাস্ট এপপ্সটি মোবাইলে থাকলেই চলবে।
এপপ্সটির সাইজ ও বেশী না,থ্রিজির যুগে যা ডাউনলোড করে ১-২ মিনিটের লাগবেনা। কথা দিলাম এপপ্সটি আপনাদের অনেক ভালো লাগবে।
Apk ফাইল সসরাসরি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন
এক পলকে দেখে নিন কি কি থাকছে এই এপপ্সেঃ
* মোবাইলের যত গোপণীয় কোড – স্যামসাং, আইফোন, নোকিয়া ও সকল এন্ড্রয়েড ভার্সন মোবাইলের কোড
* সকল অপারেটর সিমের যত গোপন কোড – সিম অপারেটর ম্যানুয়েল কোড, সার্ভিস চালু কোড, সার্ভিস অফ করার কোড সমুহ
* সকল মোবাইলে ইন্টারনেট সেটিং সিস্টেম – অটো মেটিক কনফিগারেশন আনা, ম্যানুয়ালী নেট কানেকশান সেট করা
* মোবাইল সম্পর্কিত কিছু টিপস
আশা করি এই এপপ্সটি সকলের উপকারে আসবে। ইনস্টল শেষে দেখে রিভিউ দিতে ভুলবেন না যেন।
শেয়ার করে সবাইকে পাওয়ার সুযোগ করে দিন।
Apk ফাইল সসরাসরি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন। এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।
আমি হৃদিতা হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।