অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইউটিউব ডাউনলোডার।

টেকটিউনস-এ এটা আমার প্রথম টিউন। তাই কোন ভুলভ্রান্তি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অন্ততপক্ষে ইউটিউব থেকে কিছু না কিছু ডাউনলোড করেন বা করতে চান
কিন্তু যারা জানেন না তারা বিভিন্ন বাধার সম্মুখীন হন। বা কিভাবে এটা করা যাবে তা খুজে খুজে হয়রান হয়ে যান। তাই খুজে খুজে আপনাদের জন্য একই জায়গায় দিয়ে দিচ্ছি ৪ টি ডাউনলোডার। যথাসম্ভব আমি সব কটি সফটওয়্যারের বৈশিষ্ট্য দেবার চেষ্টা করলাম, তাই ভুল হলে একটু মানিয়ে নেবেন।

ডাউনলোড লিঙ্ক টিউনের শেষে (আপডেটেড)

১। EasyTube >>>

EasyTube ইউটিউব ডাউনলোডার খুবই সহজ এবং ব্যবহারকারীদের ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়, এই সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ। আপনাকে যা করতে হবে তা হল সফটওয়্যারটি ইন্সটল করে ইউটিউবের কোন ভিডিও প্লে করুন তারপর দেখুন ভিডিওর জন্য একটি ডাউনলোড অপশন দিয়েছে। এখানে যদি ভিডিওর HD প্রিন্ট বা হাই-রেজোলিউশান প্রিন্ট থাকে তবে তার সকল লিঙ্ক দেখাবে। আপনার যা প্রয়োজন তা টাচ করে ডাউনলোড শুরু করুন। পাশে এর স্ট্যাটাস দেখাবে।

স্ক্রীনশটঃ

Download Here

২। TubeX >>>

EasyTube আর TubeX প্রায় একই এবং খুবই সহজ এবং ব্যবহারকারীদের ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়, এই সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ। আপনাকে যা করতে হবে তা হল সফটওয়্যারটি ইন্সটল করে ইউটিউবের কোন ভিডিও প্লে করুন তারপর দেখুন ভিডিওর জন্য একটি ডাউনলোড অপশন দিয়েছে। এখানে যদি ভিডিওর HD প্রিন্ট বা হাই-রেজোলিউশান প্রিন্ট থাকে তবে তার সকল লিঙ্ক দেখাবে। আপনার যা প্রয়োজন তা টাচ করে ডাউনলোড শুরু করুন। পাশে এর স্ট্যাটাস দেখাবে।

স্ক্রীনশটঃ

Download Here

৩। Tubemate >>>

 

Android এর জন্য TubeMate ইউটিউব ডাউনলোডার ডাউনলোড ও ইনস্টল করা সহজ। ব্যবহারকারীরা ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড করতে চান তা খুজে দ্রুত ডাউনলোড করতে সক্ষম হবেন. এটি ডাউনলোড কাস্টমাইজ হয় এবং বিভিন্ন কোয়ালিটি দেখাবে যা থেকে সহজেই ডাউনলোড করা যায়। Android এর জন্য TubeMate ইউটিউব ডাউনলোডার দিয়ে ব্যবহারকারীরা তাদের নিজস্ব প্লেলিস্টও তৈরি করতে পারেন।
স্ক্রীনশটঃ

 

Download Here

৪। Vidmate >>

Vidmate থেকে সব ভিডিও আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড সক্ষম। এটি একটি ডাউনলোডার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বিভিন্ন সাইট সাপোর্ট করে যেমন youtube. Facebook.viemo, dailytube, whats app, metacafe, daily motion এবং আরও অনেক। শুধু ইন্সটল করে আপনার পছন্দের ভিডিও ওপেন করুন। ভিডিও ওপেন হলে নিচে একটি লাল রঙের ডাউনলোড অপশন দেখাবে। ওখানে টাচ করুন। ভিডিও কোয়ালিটি দেখাবে। তার নিচে ডাউনলোড বাটন দিবে। টাচ করুন। ডাউনলোড শুরু হবে।
স্ক্রীনশটঃ

 

Download Here

 

আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। যদি রি-টিউন হয় তবে অ্যাডমিনদের অনুরোধ করছি যেন টিউনটি ডিলিট করে দেয়া হয়।
তবে নতুন টিউন হলে কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।

ডাউনলোড লিঙ্ক

১। EasyTube >>>   Download Here

২। TubeX >>>        Download Here

৩। Tubemate >>> Download Here

৪। Vidmate >>>    Download Here

আগে প্রকাশিত এখানে।

Level 0

আমি শিশির ফোঁটা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমন ডাউনলোড লিংক দিলেন যে একটিও কাজ করছে না।

    মইনুল ভাই সব লিঙ্ক তো ঠিক আছে।আপনি কি ব্রাউজার বা কন ধরনের ডিভাইস ব্যবহার করছেন।
    আরেকটা জিনিস প্রত্যেকটা স্ক্রীনশট এর ঠিক নিচে Download Here লেখা আছে। ওখান থেকে পারবেন।

মইনুল ভাই সব লিঙ্ক তো ঠিক আছে।আপনি কি ব্রাউজার বা কন ধরনের ডিভাইস ব্যবহার করছেন।
আরেকটা জিনিস প্রত্যেকটা স্ক্রীনশট এর ঠিক নিচে Download Here লেখা আছে। ওখান থেকে পারবেন।

আগে শুধু tubemate ব্যাবহার করতাম। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধুর! ডাউনলোড হয় না…।!! ধন্যবাদ কাইরা নিলাম।। লিঙ্ক ঠিক করেন।

ভাই সব সাইট থেকে বিডিও ডাউনলোড হয় এমন কোন সফটওয়ার থাকলে বলেন ওপকার হবে।

Thanks vai 1 nambar ar 4 nambar downlodar ta onak fine downlod kore moja pai lam. Thanks……. tofan gotite downlod hoi amon akta app dite parle balo hoto karon amea to 2g network. asa kori amader somosa ta bojesen…..