এবার অ্যান্ড্রয়েড এ ফাইল শেয়ার করুন গতি পার সেকেন্ডে ৫ এম্বি পি এস কথা দিচ্ছি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আশা করি ঈদ সবার ভালই কেটেছে, যাই হোক ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

যাক কাজের কথাই আসি, আমরা সাধারনত অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ফাইল আদান প্রদান করার জন্য Shareit ব্যারহার করে থাকি। কিন্ত বর্তমান Google play store এর Shareit অনেক স্লো পার সেকেন্ডে ১ এম্বি যায় না। তো দেখা যায় যে তাড়াতাড়ি সময় ফাইল আদান প্রদান করতে গেলে অনেক দেরি হয় এছাড়া আরো অনেক কিছু দিয়ে ফাইল আদান প্রদান করা য়ায়।

তো আমি আজকে আপনাদের জন্য অন্য কিছু নিয়ে আসিনি আমি আপনাদের জন্য একটু অন্য রকম একটি Shareit নিয়ে এসেছি। এই Shareit না হলেও আমি ১০০ শেয়ার ইট বাছাই করার পর পেয়েছি। এই Shareit টা আপনি চালালে বুঝতে পারবেন। আপনি Shareit টা ডাউনলোড করার পর যখন Install করবেন তখন আগের Shareit টা Unstall করে তার পর Install করবেন। এবং আপনি যার সাথে ফাইল আদান প্রদান করবেন তার ফোনে এই Shareit Install করতে হবে। এছাড়া এই Shareit এ আর অনেক ফিচার রয়েছে যা আপনি অন করলে বুঝতে পরবেন।

তো দেরি না করে ডাউনলোড করে নিন, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আর ডাউনলোডে কোন প্রবলেম হলে আমাকে জনাবেন। ফেসবুকে আমি।

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আর ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই র্পযন্তই। দেখা হবে আগামী টিউনে।সে র্পযন্ত আপনারা ভাল থাকবেন,সুস্থথাকবেন এই শুভ প্রত্যাশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

Level New

আমি রাইয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিই কি , নাকি অন্য কিছু?

সত্য ভাই।

ডাউনলোড করে দেখি কেমন

Sender & Receiver উভয়ের কাছে কি এই সফট থাকা লাগবে?
আর এইটার মধ্যেভ ওইরকম কিছু নাইতো???
খুইলা বলেন…

Sender & Receiver উভয়ের কাছে থাকা লাগবে। ধন্যবাদ।