সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আমার সালাম জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। আগামীকালই হতে যাচ্ছে আমাদের সবার প্রতিক্ষিত ঈদ। এই ঈদের শুরুটাই হয় শুভেচ্ছা জানিয়ে। অনেকেই ঈদের আগে বিভিন্ন সাইট ঘুরে ঘুরে ঈদে বন্ধু-বান্ধব আর আত্মীয়স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ SMS খুজেন আবার অনেকেই (যারা আমার মত অলস)এক জনের ঈদ SMS আরেক জনকে পাঠিয়ে কাজ চালিয়ে যান। এই সমস্যার সমাধান নিয়েই আমার এই টিউন। আজ আপনাদেরকে এক যাদুর বক্সের সাথে পরিচয় করিয়ে দিবো যা অনেক গুলো ইংরেজী, বাংলা এবং হিন্দি ঈদ SMS এ পরিপূর্ণ।
এই যাদুর বক্সটি মুলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। নিম্নে অ্যাপটির কিছু স্ক্রীনশট দেওয়া হল।
অ্যাপটি ব্যবহার করা অনেক সহজ। অ্যাপটি ইন্সটল করে রান করুন, তারপর তিনটি ভাষার মধ্যে যেকোন একটি সিলেক্ট করুন এবং সেই ডিরেক্টরির ঈদ SMS গুলো থেকে আপনার পছন্দের ঈদ SMS খুলুন। তারপর “SEND SMS” লিখা বাটনটা টিপে আপনার প্রিয় ব্যক্তিকে জানিয়ে দিন ঈদের শুভেচ্ছা।
কাজেই আর দেরি না করে তারাতারি অ্যাপটি ডাউনলোড করে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা দেওয়া শুরু করে দিন। অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এই ঈদে অ্যাপটির প্রথম ভার্সন প্লেস্টোরে প্রকাশ হয়েছে। পরবর্তীতে অ্যাপটি আরো আপগ্রেড করা হবে। এই অ্যাপটির ব্যাপারে যে কোন ধরনের অভিযোগ কিংবা উপদেশ আপনি Droid Digger (অ্যাপটির ডেভেলপার টিম) এর ফেসবুক পেজে জানিয়ে দিতে পারেন। Droid Digger এর ফেসবুক ফ্যানপেজ এ যেতে এখানে ক্লিক করুন।
আজ আমি আমার টিউন এখানেই শেষ করলাম। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। এই টিউনে যদি কোন ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করে দিবেন।
আমি এম.এস.আই সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক করছি। পাশাপাশি আমি আমার নিজের ব্লগ http://techmasi.com এ আর্টিকেল লেখি।
Thnx ……………………..