হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার v2.12.176 Mod APK ডাউনলোড করে নিন

হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার v2.12.176 Mod APK ডাউনলোড করে নিনঃ

টেকটিউনস এ আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার (ডব্লিউএএম) স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়। ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংকক্রোনাইজ করে নেয়। ফলে আলাদা করে আইডি যোগ করার প্রয়োজন হয় না। স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ম্যাসেঞ্জারটিতে ব্যক্তিগত হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকা, গ্রুপ তৈরি, গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়। বাংলাদেশ এর অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। ফেসবুক দাবি করেছে, হোয়াটসঅ্যাপের ব্যবহার করে যত সংখ্যক বার্তা পাঠানো হচ্ছে তা সারা বিশ্বে টেলিকমে এসএমএসের কাছাকাছি পৌঁছে গেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির বর্ণনায় লিখেছে, প্রথম বছরে একেবারেই বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে, তবে পরের বছর থেকে ০.৯৯ মার্কিন ডলার করে চার্জ দিতে হবে। এ অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সুবিধা কী? হোয়াটসঅ্যাপের ভাষ্য, এতে কোনো লুকানো চার্জ নেই। যখন ব্যবহারকারী ও তাঁর বন্ধু এটি তাঁদের মোবাইলে ডাউনলোড করে নেবেন, তখন দুজন যত খুশি তত চ্যাট করতে পারবেন। দিনে লাখ লাখ মেসেজ পাঠালেও এক পয়সা খরচ হবে না। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। থ্রিজি/এজ বা ওয়াই-ফাই সব নেটওয়ার্কে এটি ব্যবহার করা যাবে। এতে ভিডিও, ছবি, ভয়েস নোট প্রভৃতি মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা রয়েছে। এতে কয়েকজন মিলে গ্রুপ চ্যাটও করা যায়। আন্তর্জাতিক কোনো চার্জ আছে কি না? হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ভাষ্য, মেইল ব্যবহার করতে যেমন নগদ অর্থ খরচের প্রয়োজন পড়ে না, তেমনি অন্যান্য দেশের বন্ধুদের সঙ্গে চ্যাট করতেও খরচ লাগে না। এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পিন বা ইউজার নেম প্রয়োজন পড়ে না। এসএমএসের মতো মোবাইল নম্বর ব্যবহার করেই চ্যাট চালানো যায়। লগইন বা লগ আউটের বালাই নেই বলে এটি সব সময় চালু থাকে। যাঁরা ব্যবহারকারীর ফোন তালিকায় থাকেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের নতুন করে বন্ধু তৈরি করতে হয় না। হোয়াটসঅ্যাপের ব্যবসার মডেল কী রকম আর কীভাবে আয় করে হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপের ব্যবসা মডেলটি নিয়ে প্রযুক্তি বিশ্লেষকেরা নানা ধারণা করেন। এর মূল আয় ধরা হয় সাবসক্রিপশন ফি। কিন্তু অনেকেই মনে করেন ডেটাবেজ ব্যবস্থাপনা থেকেও আয় করতে পারে হোয়াটসঅ্যাপ।

অপারেটিং সিস্টেমঃ
* আইওএস
* এনড্রয়েড
* ব্ল্যাকবেরি ওএস
* ব্ল্যাকবেরি ১০
* উইন্ডোজ ফোন
* নকিয়া এস ৪০
* সিমবিয়ান

হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার v2.12.176 Mod APK Screenshort:

হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার

images?q=tbn ANd9 Gc T5 Cx Ivn LTo I sik Ul5mw0 HCq Oxou

images?q=tbn ANd9 Gc TXpb1mzvzcm2 J8q62k ZGOt WSZm Cf
Mod Features:

Full HD UI Based Lollipop
New icon WhatsApp
HD Emoji header selector
New ticks
New Attachment Picker Fund
New message indicator
Various colors to green and light (Google Pallet material)

কিভাবে ইন্সটল করবেন?
1. Download and Install Original Whatsapp APP
2. Register With Your Mobile No.
3. Chat with 1 or 2 persons
4. Go To Whatsapp > Settings > Chat Options > Backup Conversation
5. Now, Uninstall Original Whatsapp APK
6. Download and Install MOD APK From The Links Given Below
7. Register, Now Restore The Backup You Created
8. Enjoy.
ফ্রি ডাউনলোড লিংকঃ এখান থেকে ডাউনলোড করুন।
Mod Apk ফাইল সাইজঃ ২১ এমবি।

সময় পেলে আমার ওয়েবসাইট ভিজিট করে আসবেন।
ধন্যবাদ।

Level 0

আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tnx to share it…..

Atar special ki asa vai.

    বিস্তারিত লিখতে পারলাম না পরে লিখব.

      বিস্তারিত যদি লিখতেই না পারেন তাহলে টিউন না করলেও পারতেন কারণ এখানে টিউন করা বাধ্যতামূলক না ।
      বাট যেটা নিয়ে টিউন করবেন অবশ্যই বিস্তারিত লিখতে হবে যাতে টিউনটা সবার কাছে ক্লিয়ার হয় ।

নতুন সুবিধা গুলি জানালে ভালো হতো

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ