সবাইকে ঈদের আগাম সুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন BDLove23.Com এর পক্ষ থেকে এই কামনা রইলো।
টাইটেল দেখে বুঝে গেছেন যে আজ আমি কি এপম নিয়ে হাজির হয়েছি।
এই এপসটি দিয়ে আপনি আপনার মুখের চামরা মোচ লাগাতে পারবেন।
আপনি কি রকম বুড়ো হবেন আজি দেখে নিন।
এই এপস এর মাধ্যমে। নিচে লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করে নিন।
Download Here
ডাউনলোড করে তার পর আপনার মোবাইলে ইন্ট্রল করুন। এবার আরকি ওপেন করুন এবার নিচের স্টেপ গুলো ধাপে ধাপে করুন ..সব সহজেই হয়ে যাবে। তো দেখুন।
১। প্রথমে আপনার মোবাইল ফোন এর গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করেন।উপরে গেলারি সিলেক্ট করে আপনার একটি পিক নেন।
২। এবার আপনার মুখ এবং চোখে সুন্দর করে দাগটা বসান। তারপর নিচে যান আর Next বাটন এ ক্লিক করুন।
৩। এখন দেখুন কাজটা শেষ করার পর আপনার ছবিটা কেমন হবেন আপনি বুড়ো হয়ে।
এই Apps টির কাজ একদম Easy.. আমার মতে এই App টি সবাই খুব সহজেই Use করতে পারবেন।
এই App টি সকল Android Device এই চলবে আশা করি।
সবাইকে ধন্যবাদ টিউনটা কষ্ট করে পড়ার জন্য আর কাজ গুলো করার জন্য। ভাল থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকবেন কোথাও যাবেন না। আজকের মত এখানেই বিদায়।
আমি আরজে নাঈম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যাপের নামটা উল্লেখ করে দিলে ভাল হত।