চতুষ্কোণ বানানোর খেলা : এন্ড্রোয়েড অ্যাপ

আমারা সবাই স্কুল লাইফ এ মোটামুটি কাগজে দাগ কেটে বিভিন্ন ধরনের খেলা খেলেছি হোক না সেটা ক্রস আর শূন্যর মিলামিলি,চোর পুলিশ বা শব্দ মেলানোর খেলা। এসব খেলা যেমন মজাদার তেমনি সময় অতিক্রমের জন্য কার্যকর।
তেমন ই একটি খেলা Dots and boxes যা আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও খেলাটি বেশ জনপ্রিয় পশ্চিমা দেশগুলোতে।খেলাটি কিছুটা এরকম -
খেলাটি শুরু হয় কিছু বিন্দুর গ্রিড দিয়ে,বিন্দু গুলো কানেক্ট করতে হয় লাইন টেনে।একজন প্লেয়ার শুরুতে দুই বিন্দু কানেক্ট করে একটি লাইন টানবে,তারপর অপর প্লেয়ার অনুরুপ কাজ করবে,একটি চতুষ্কোণ বানানোর জন্য শেষ লাইন টি যে টানবে সে পাবে পয়েন্ট।খেলা শেষে যার পয়েন্ট বেশি সেই জিতবে খেলাটি।পয়েন্ট পাবার পরের চালটি অবশ্যই অপর প্লেয়ার এর হবে নতুবা একজন প্লেয়ার ই সব পয়েন্ট পাবার সুযোগ থাকে।
এই খেলাটির ই এন্ড্রোয়েড ভার্সন বের করেছে Lipdroid নামের একটি কোম্পানি,গেমটির মোবাইল ভার্সনটির নাম SQUAREit.এটি খেলার নিয়ম আগে যেভাবে বর্ণনা করা হয়েছে হুবুহু সেটাই।

ডাউনলোড লিংক

যারা গেম টি এখনও খেলেননি তারা খেলে দেখতে পারেন এই SQUAREit। এর গ্রাফিক্স অত্যন্ত উন্নতমানের। গেমটির ইউ আই(ইউজার ইন্টারফেস) ও যথেষ্ট আকর্ষণীয়। গেমটি দুজন মিলে খেলতে হয়। তাহলে এখনি নামিয়ে ফেলুন গেমটি এবং চলে যান স্কুল লাইফ এ। গেমটির ইউ আই(ইউজার ইন্টারফেস) 2D তে করা হয়েছে।গেমটি তৈরি করেছে যে কোম্পানি তারা এটার প্রথম ভার্সন ছেরেছে,তাদের গেমটির মাল্টিপ্লেয়ার ভার্সন আসবে ভবিষ্যতে।

Level 0

আমি লিপু হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য