বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড এর জন্য অনেক ভিডিও এডিটর সফটওয়্যার রয়েছে।কিন্তু এই সবগুলো সফটওয়্যার দিয়ে চাইলেও ভালো ভিডিও এডিট করা যায় না।কারন এই সফটওয়্যার ব্যবহার করে মোটামটি ভিডিও এডিটিং করা সহজ হলেও মনের মত ভিডিও এডিট করা অনেক কঠিন।কিন্তু একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে সহজেই মনের মত ভিডিও এডিটিং করা যায়।এর জন্য আপনাকে ভালো ভিডিও এডিটিং জানারও দরকার নেই।এই সফটওয়্যার দিয়ে মাত্র ৩ ক্লিকেই আপনি আপনার সাধারণ ভিডিওকে বানাতে পারবেন অসাধারন।এই সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ছাড়াও উইন্ডোজ পিসি এবং ম্যাক এর জন্য রয়েছে।তবে আমরা এখানে শুধু অ্যান্ড্রয়েড এর সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো।অসাধারণ ভিডিও এডিটিং এর জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ
১।শুরুতেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন Video Editing Softwere For Android Download
২।Apps টি ওপেন করুন।
৩।Create Movie তে ক্লিক করুন।
৪।Use Gallery থেকে আপনি যে ভিডিওটি বানাবেন তার জন্য যে ফটো বা ভিডিও নিতে চান তার সবগুলো Select করুন।
৫।Next এ ক্লিক করুন।
৬।My Music এ আপনার থেকে আপনার পছন্দের Music টি Select করুন।আপনার সুবিধার জন্য বিভিন্ন ক্যাটাগরির মিউজিক দেয়া আছে,তাই যেই মিউজিকটি আপনার ভিডিওর জন্য মানানসই সেটি ব্যবহার করুন।
৭।Next এ ক্লিক করুন।
৮।Add Title এ আপনার ভিডিওর একটি পছন্দসই নাম দিন।
৯।Make My Movie তে ক্লিক করুন।
১০।কিছু সময় অপেক্ষা করুন এবং আপনার ভিডিও তৈরি।
টিউনটি কেমন লাগলো জানাবেন। Like দিতে ও Share করতে ভুলবেন না। ভালো থাকবেন।
আরও লাইক দিতে পারেনঃ Facebook
আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ , অনেক কাজের জিনিস