আপনার মোবাইলকে বানিয়ে ফেলূন সুইচ আর্মি নাইফ

 

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালই আছেন এবং থাকবেন। কথা না বাড়িয়ে চলুন আজকে আমি আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি এক অসাধারন এক এন্ড্রয়েড এপস্ এর সাথে।এই এন্ড্রয়েড এপস্ টি আমার অসাধারন লেগেছে এবং এটি আমার জরুরী সময়ের সাথী। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। এপস্ইট হচ্ছে সুইস আর্মি নাইফ। এই এপস্ টির সাথে অনেকে হয়তবা পরিচিত। তবে যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি তাদের জন্যই টিউন টি করা। এতে রয়েছে একগাদা টুলস যা আপনার জরুরী সময়ে কাজে আসবে।তাহলে চলুন আর কথা না বলে এক নজরে দেখি কি আছে এতে:-

 

এই সুইস আর্মি নাইফ টির ভেতরকার অংশে দশটি দরকারী টুলস দিয়ে সাজানো আছে। তা হল:

১.ফ্লাস লাইট

২.ইউনিট কনর্ভাটার

৩.টাইমার

৪.স্টপ ওয়াচ

৫.কমপাস

৬.লেভেল

৭.ক্যালকোলেটার

৮.মেগনিফাই গ্লাস

৯.মিরর

১০.রুলার

 

গুগুল প্লে ষ্টোরে এটি ডাউনলোড করা হয়েছে ৫০,০০০ - ১০০,০০০ বার। এটা ব্যবহার করতে তেমন কিছু লাগে না শুধু আপনার মোবাইলটি এন্ড্রয়েড হতে হবে এবং এর ভারসন ২.১ থেকে ৫.১ পর্ষন্ত এটি সমর্থন করবে।এই সুইস আর্মি নাইফের সাইজ মাত্র ৭৪৩ কিলোবাইট।

ডাউনলোড করুন
সরাসরি লিংক
গুগুল প্লে ষ্টোর

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য এনড্রয়েড এপস!!!

আপনার এন্ড্রয়েড ফোন ব্যবহার করুন নতুন ভাবে….

সামনে চেষ্টা করব আর ও ভালো এন্ড্রয়েড এপস শেয়ার করতে।সবাই ভাল থাকবেন। আপনাদের থেকে ভাল রেসপন্স পেলে টিউন করতে ভাল লাগে ব্যবহার করে কেমন লাগল জানাবেন।

এই টিউনটি আগে প্রকাশ হয়েছে এখানে

আমাকে পাবেন এখানে
ওয়েবসাইট   ফেজবুক

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস