প্রথমে TECHTUNES কে ধন্যবাদ।।
আশা করি সবাই ভাল আছেন।।আমরা পাশে থাকলে ভাল থাকতেই হবে।
উপরে যা শুনেছেন তা একেবারে সত্যি।
যা ভাবেন নি আগে তা এখন করে দেখান ANDROID এ।
যারা যানেন তারা উপহাস করবেন না দয়াকরে।
স্কিন শর্ট দেখে নিন,
আমি এখানে একটি এপ্স ব্যবহার করেছি।
রুট লাগবে না,তাই অনায়াসে সবাই ব্যবহার করতে পারবে।
প্রথমে নিচের লিংক থেকে এপ্সটা ডাউনলোড কর...
LINK: APPS DOWNLOAD
এপ্সটা ইন্সটল করে অপেন করুন।
নিচের ছবির মত সেটিং করুন,
লাল মার্ক জায়গা গুলিতে ছবির মত কাজ করুন।।
আপনার ইচ্ছা মত স্টপ এবং পজ করে রাখতে পারবেন।।
আপনার মোবাইল কোন লেগ করবে না্,
তবে ক্যমেরা চালালে ৫টি উইন্ডোর বেশি ব্যবহার করতে পারবেন না্
ক্যমেরা ছারা অনেকগুলু উইন্ডো চালাতে পারবেন।
সকল রেজুলেশন ভিডিও চলে স্মথলি।
মিনিমাইজ করা যায়,ছোট বড় করা যায় বলে এই এপ্সটা ব্যবহার করে অনেক মজা পাবেন।
এপ্সটি প্রো ভার্সন,সাথে আমার এডিট করা কিছু দেওয়া আছে।
বিভিন্ন মোবাইলে ডিসপ্লে তে অনেক ধরনের dp কাজ করে।।
আপনার ডিসপ্লে অনুযায়ি এটা সেটিং করুন ডিপি।
এই এপ্সটি আপনি ইচ্ছা করলে বিল্ট ইন অ করতে পারবেন।
হতে পারে অনেকেই ব্যবহার করেছেন।
তবে আমি নতুনদের জন্য দিয়েছি।যাদের পিসি নাই তারাও ওখন পিসির মাল্টি উইন্ডোর মজা নিতে পারব।
আশা করি আমার এই এপ্সটি ব্যবহার করে আপনি উপকার পাবেন।
কোন প্রকার অভিযোগ থাকলে টিউমেন্ট করে জানাবেন।
অনেক কস্টে লিখলাম,আশা করি আপনাদের ভাল লাগবে।
সবাই ভাল থাকবেন।
আমি রেক্স ওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারন একজন ছেলে। মনে কোন ক্রোধ নেই,তাই অহংকার ও নেই।
নাইস