আজ আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ একটি ফটোগ্রাফি অ্যাপ AfterFocus Pro। গুগল প্লে স্টোরে যেটির মূল্য ১.৯৯ ডলার। তাছাড়া অ্যাপটির রেটিং ৪.৬। এই অ্যাপটি ব্যবহার করে আপনি প্রোফেশনাল মানের ছবি তুলতে পারবেন। ছবি গুলো প্রোফেশনাল ফটোগ্রাফার দের ছবির মতই ঝকঝকে আর জীবন্ত মনে হবে।
AfterFocus Pro এর সুবিধা -
1. Smart focus area selection
স্বয়ংক্রিয়ভাবে ফোকাস এলাকা এবং ব্যাকগ্রাউন্ড ভিতরে কিছু রেখা আঁকার পরে।
2. Background Blur effect
আপনি শুধু DSLR ক্যামেরার মত বিভিন্ন অ্যাপারচার শৈলী সঙ্গে সবচেয়ে বাস্তবসম্মত দাগ প্রভাব তৈরি করতে পারেন কিছু জিনিস পদক্ষেপ, মোশন দাগ প্রভাব জোর দেওয়া পাওয়া যায়।
3. Filter effect
পেশাদার ইফেক্ট মৌলিক প্রভাব থেকে উপলব্ধ করা হয়।
4. Double photo
এক বস্তুর একটি ছবি তুলুন এবং একই বস্তুর অন্য ছবি নিতে ডান সামান্য সরানো, এবং এটি ইমেজ বিশ্লেষণ এবং নিকটবর্তী বস্তু সনাক্ত, তাই ফোকাস এলাকা আঁকা কোন প্রয়োজন নেই হবে।
>>>ডাউনলোড করুন AfterFocus Pro v1.7.2<<<
ডাউনলোড করার নিয়ম -
এটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে ছবি তুলতে পারবেন না কিন্তু ছবি তোলার পর তা ঐ ইফেক্টটা দিতে পারবেন। যা দেখে মনে হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। তো কথা না বাড়িয়ে ঝটপট অ্যপটি ডাউনলোড করে নিন এখনি। আর স্বাদ নিন ডিএসএলআর ক্যামেরার। এতে পাবেন দুই ধরনের টিউটোরিয়াল পাবেন- অফলাইন ভিডিও এবং স্লাইড। এ থেকে এর ব্যবহার বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
আমার ২য় টিউনটি দেখতে পারেন।
যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।
আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
যে ডাউনলোড লিংক দিছেন, এন্ডয়েড থেকে ডাউনলোড করা য়ায় না।