ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য এনড্রয়েড এপস!!!

 

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ভাইদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এক চমৎকার কাজের ও শিক্ষনীয় এনড্রয়েড এপস। আমি আমার আগের টিউনে বলেছিলাম যে আমি আবার আসব কাজের এপস নিয়ে ত আমি এসে গেছি।এই এপস টির নাম ElectroDroid হয় তবা অনেকে এটি ব্যবহার করেছেন যারা ব্যবহার করেননি তারা অবশ্যই এটি একবার দেখবেন।এটি হচ্ছে সুইজ আর্মি নাইফের মত এখানে একজন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এর যা প্রয়োজন তা সবই পাবেন এই এপস টিতে। এই এপস এর মধ্যমে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছাড়াও যে কেউ বের করতে পারবেন রেজিষ্টর কালার কোড এর মান অথবা জেনে নিতে পারেন এসএমডি রেজিষ্টরের মান।এছাড়ও রয়েছে বিভিন্ন ক্যাবল কানেকশন ডায়াগ্রাম,Arduino,Raspberry Pi এর মত ট্রেইনার বোর্ডের পিন আউট ও ডায়াগ্রাম। এক কথায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর a2z। ত চলূন এক নজরে দেখে নেই কি আছে এপস টিতে:

এই এপস টির ভেতরকার অংশে চারটি ক্যাটগিরিতে সব টুলস্ ভাগ করা আছে। তা হল:

১.ক্যালকেলেটরস্

২.পিন আউট

৩.রিসোর্স

৪.প্লাগ ইনস্

 

 

১.ক্যালকেলেটরস্

•Resistor color code decoder (3-6 bands, with inverse look-up);
• SMD Resistor Code;
• Inductor color code decoder;
• Ohm’s law calculator;
• Reactance/Resonance calculator;
• Voltage divider;
• Resistors ratio, value/series/parallel;
• Capacitor charge calculation;
• Operational amplifier;
• LED resistor calculator (with customizable database);
• Adjustable voltage regulator/LM317 calculator (with customizable values);
• Heat dissipation;
• Battery Life calculator;
• Inductor design tool;
• Voltage Drop calculator;
• PCB Trace Width calculator;
• Simple Filters calculator;
• NE555 calculator;
• Power Calculator;
• RMS Converter;
• Decibel Converter;
• Frequency Converter;
• Analog-Digital Converter;
• Y-Δ Transformation;
• Range Converter;

২.পিন আউট

USB, Serial, Parallel, Ethernet, RJ, SCART, DVI, HDMI, S-Video, VGA, VESA, Display Port, FireWire, Jack, RCA, XLR/DMX, ATX Power, PC Molex, EIDE, SATA, PS/2-AT, MIDI/Game port, Apple 30-pin, PDMI, OBD-II, 25-pair phone cable color code, Color Code for Fiber Optic Cables, SD card, Raspberry Pi, LCD, GPIB/IEEE-488; ISO connector for car audio; Arduino pin-outs

৩.রিসোর্স

Resistivity table; Table of standard resistors and capacitors; Capacitor marking codes; AWG and SWG Wire size; Ampacity Table; Symbols and Abbreviations; Circuit Schematic Symbols; SI Units prefixes; Battery info; Boolean logic gate and algebra Theorems; 7400 info and pinout; ASCII codes, Batteries list, 78xx IC, ChipDB IC pinouts, Switch Information, Decibel Table, PIC ICSP/AVR ISP, SMD Package Size, Radio frequencies, PT100 Conversion Table, Fuses and Automotive Fuses color code; Thermocouples color codes

৪.প্লাগ ইনস্

এই প্লাগ ইনস্ সেকশনে রয়েছে  Iero এর বানানো এবং আরও দরকারী কিছু এপস।যা আপনাদের পরবর্তিতে ডাউনলোড করে নিতে হবে। যেমন PIC micro Database,AT micro Database,Part Seeker ইত্যাদি।

 

গুগুল প্লে ষ্টোরে এই লান্চার টি দাম ৩.০৭ ডলার এটি ডাউনলোড করা হয়েছে ৫০,০০০ - ১০০,০০০ বার। এটা ব্যবহার করতে তেমন কিছু লাগে না শুধু আপনার মোবাইলটি এন্ড্রয়েড হতে হবে এবং এর ভারসন ২.১ থেকে ৫.১ পর্ষন্ত এটি সমর্থন করবে।

ডাউনলোড করুন
সরাসরি লিংক
গুগুল প্লে ষ্টোর

সামনে চেষ্টা করব আর ও ভালো এন্ড্রয়েড এপস শেয়ার করতে।সবাই ভাল থাকবেন। ব্যবহার করে কেমন লাগল জানাবেন।
এই টিউনটি আগে প্রকাশ হয়েছে এখানে
আমাকে পাবেন এখানে
ওয়েবসাইট   ফেজবুক

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোস্ট ধন্যবাদ

Thnx for share 🙂
এই রকম আরো apss থাকলে শেয়ার করবেন Plz Plz 🙂

Thanks for tune

ধন্যবাদ আপনাকে