অনেক দিন ধরে টিটি তে কোন টিউন করা হয় না আজকে ভাবলাম একটু কিছু শেয়ার করি যদি কাজে আসে। চলুন আজকে আমি আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি এক অসাধারন এক এন্ড্রয়েড লান্চার।এই এন্ড্রয়েড লান্চার টি আমার অসাধারন লেগেছে আমি এটি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি। আমার দেখা এটি সবচেয়ে ভাল লান্চার। লান্চার টির নাম হচ্ছে Smart Launcher এর সাথে অনেকে হয়তবা পরিচিত। তবে যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখুন ভাল লাগবে।এতে রয়েছে একগাদা ফিচার যা আপনার ভাল লাগবেই।তাহলে চলুন এক নজরে দেখি কি আছে এতে
১.হোম মেনু থেকেই সকল দরকারী এপস এ প্রবেশ করা যায়।
২.ড্রয়ার গুলোতে বিভাগ অনুযায়ী এপস রাখা যায়।
৩.বিশেষ কোন কনফিগারেশন ছাড়াই এই লাণ্চার ব্যবহার করা যায়।
৪.লাইভ ওয়ালপেপার সমর্থন করে।
৫.পর্দায় দুইবার চাপলে স্ক্রিন বন্ধ হয়ে যায়।
৬.এই লাণ্চার খুব কম পরিমানে র্যাম খায়।
গুগুল প্লে ষ্টোরে এই লান্চার টি দাম ৩.৩২ ডলার এটি ডাউনলোড করা হয়েছে ১০০,০০০ - ৫০০,০০০ বার। এটা ব্যবহার করতে তেমন কিছু লাগে না শুধু আপনার মোবাইলটি এন্ড্রয়েড হতে হবে এবং এর ভারসন ২.১ থেকে ৫.১ পর্ষন্ত এটি সমর্থন করবে।
ডাউনলোড করুন
সরাসরি লিংক
গুগুল প্লে ষ্টোর
সামনে চেষ্টা করব আর ও ভালো এন্ড্রয়েড এপস শেয়ার করতে।আমার পরবর্তি টিউন হবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইন্জিনিয়ারদের জন্য সবাই ভাল থাকবেন। ব্যবহার করে কেমন লাগল জানাবেন।
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice