বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। টিটি তে এটা আমার ৩য় টিউন। আগেই বলে রাখি ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে ৩য় টিউন একটা ভাল টিউন করব। সত্য কথা বলতে আমি টেকটিউনস কে ভালবাসি, আমি সবচেয়ে বেশি খুশি যে টেকটিউনসে রেজিষ্টেশন খুলে দেয়া হয়েছে। যাই হোক অনেক বক বক করলাম, কাজের কথায় আসি।
আপনারা হয়ত প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে, অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে কল হিস্টরী চেক করা যাবে। তো আমরা দেখে নেব যে এই এ্যাপস থেকে আমরা কিকি সুভিধা পাব।
আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে, যাই হোক প্রথমে নিচে থেকে My Banglalink এ্যাপস টা ডাউনলোড করে নিন।
Devhost download link
আমি মনে করি আপনাদের ডাউনলোড করা হয়ে গেছে। এই বার আপনি যে নাম্বার চেক করবেন সেই নাম্বার এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REG এবং পাঠিয়ে দিন 9876 নাম্বারে। কিছুখন পরে দেখতে পাবেন 9876 থেকে একটা Password এসেছে। এবার My Banglalink এ্যাপস টা ওপেন করুন, এবার আমি আপনা দের জন্য Screen Short তৈরী করে রেখেছি নিচে দেখুন।
প্রথমে আপনার কাক্খিত মোবাইল নাম্বর আর Password টি দিন, আর যদি Girl friend এর নাম্বার হয় তাহলে যে ভাবে হোক ভুগল পড়িয়ে Password টি নিয়ে নিন। এবার লগইন এ ক্লিক করুন।
এবার আপনার নাম্বারটি যদি রেজিষ্টেন না করা থাকে তাহলে এর কম ভাবে রেজিষ্টেন করে নিন। তার পর সাবমিট এ ক্লিক করুন।
তার পর My Banglalink এ ক্লিক করুন।
তার পর My connection এ ক্লিক করুন।
তার পর Call History তে ক্লিক করুন। দেখবেন একটা Password চাবে আপনি যখন লগইন যে Password দিয়ে করেছিলেন সেই Password টা দিন। নিচে দেখে নিন।
এবার দেখুন মজা আপনি কল হিস্টরী দেখতে পাচ্ছেন। এবং লাস্ট ৩০ টা Incoming এবং Outgoing কল হিস্টরী।
দেখুন নিচে
এবার দেখুন এস এম হিস্টরী
এবার দেখুন এফ এন এফ সংক্রান্ত তথ্য।
আমি আশা করি আপনারা সবাই পারবেন, অনেক কষ্ট করলাম আপনাদের জন্য, বাংলা লিখতে তো আর কষ্ট, যাই হোক আপনাদের যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন।
বিদ্র: যাদের সিম রেজিষ্টেন করা আছে তারা মেসেজ পাঠিয়ে Password পাবেন না। আমি তাদের জন্য আর একটা ব্যাবস্তা রেখেছি।
তারা My Banglalink এ্র্যাপসটা ত্তপেন করে Forgot Password এ ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বর টি দিন, তার পর লাষ্ট রিচার্জ এমাউন্ট দিন, প্রথম এফ এন এফ এবং ২য় এফ এন এফ দিন এবার By Sms এ ক্লিক করুন। এবার Get Password এ ক্লিক করুন। এবার আপনি আপনার Password নতুন করে সাজিয়ে নিন।
আমি আশা করি আপনারা সবাই পারবেন।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন ফেসবুকে আমি রাইয়ান আহমেদ অাকাশ
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আর ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই র্পযন্তই। দেখা হবে আগামী টিউনে।সে র্পযন্ত আপনারা ভাল থাকবেন,সুস্থথাকবেন এই শুভ প্রত্যাশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। BY
আমি রাইয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune,thanks.. also my site http://gptune.wapka.mobi