আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুুধু মাত্র বাংলালিংক ইউজার।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। টিটি তে এটা আমার ৩য় টিউন। আগেই বলে রাখি ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে ৩য় টিউন একটা ভাল টিউন করব। সত্য কথা বলতে আমি টেকটিউনস কে ভালবাসি, আমি সবচেয়ে বেশি খুশি যে টেকটিউনসে রেজিষ্টেশন খুলে দেয়া হয়েছে। যাই হোক অনেক বক বক করলাম, কাজের কথায় আসি।

আপনারা হয়ত প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে, অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে কল হিস্টরী চেক করা যাবে। তো আমরা দেখে নেব যে এই এ্যাপস থেকে আমরা কিকি সুভিধা পাব।

  • এই এ্যাপস দিয়ে আপনি কল হিস্টরী দেখতে পারবেন।
  • এই এ্যাপস দিয়ে আপনি এস এম এস হিস্টরী দেখতে পারবেন।
  • এই এ্যাপস দিয়েআপনি কল চার্জ হিস্টরী দেখতে পারবেন।
  • এই এ্যাপস দিয়ে আপনি ইন্টারনেট হিস্টরী দেখতে পারবেন।
  • এই এ্যাপস দিয়ে আপনি রিচার্জ  হিস্টরী দেখতে পারবেন।
  • এই এ্যাপস দিয়ে আপনি আপনার এফ এন এফ সরাসরি পরিবর্তন ডিলিট এবং এ্যাড করতে পারবেন।

আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে, যাই হোক প্রথমে নিচে থেকে My Banglalink এ্যাপস টা ডাউনলোড করে নিন।

Devhost download link

আমি মনে করি আপনাদের ডাউনলোড করা হয়ে গেছে। এই বার আপনি যে নাম্বার চেক করবেন সেই নাম্বার এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REG এবং পাঠিয়ে দিন 9876 নাম্বারে। কিছুখন পরে দেখতে পাবেন 9876 থেকে একটা Password এসেছে। এবার My Banglalink এ্যাপস টা ওপেন করুন, এবার আমি আপনা দের জন্য Screen Short তৈরী করে রেখেছি নিচে দেখুন।

প্রথমে আপনার কাক্খিত মোবাইল নাম্বর আর Password টি দিন, আর যদি Girl friend এর নাম্বার হয় তাহলে যে ভাবে হোক ভুগল পড়িয়ে Password টি নিয়ে নিন। এবার লগইন এ ক্লিক করুন।

 

এবার আপনার নাম্বারটি যদি রেজিষ্টেন না করা থাকে তাহলে এর কম ভাবে রেজিষ্টেন করে নিন। তার পর সাবমিট এ ক্লিক করুন।

তার পর My Banglalink এ ক্লিক করুন।

তার পর My connection এ ক্লিক করুন।

তার পর Call History তে ক্লিক করুন। দেখবেন একটা Password চাবে আপনি যখন লগইন যে Password দিয়ে করেছিলেন সেই Password টা দিন। নিচে দেখে নিন।

এবার দেখুন মজা আপনি কল হিস্টরী দেখতে পাচ্ছেন। এবং লাস্ট ৩০ টা Incoming এবং Outgoing কল হিস্টরী।

দেখুন নিচে

এবার দেখুন এস এম হিস্টরী

এবার দেখুন এফ এন এফ সংক্রান্ত তথ্য।

আমি আশা করি আপনারা সবাই পারবেন, অনেক কষ্ট করলাম আপনাদের জন্য, বাংলা লিখতে তো আর কষ্ট, যাই হোক আপনাদের যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন।

 

বিদ্র: যাদের সিম রেজিষ্টেন করা আছে তারা মেসেজ পাঠিয়ে Password পাবেন না। আমি তাদের জন্য আর একটা ব্যাবস্তা রেখেছি।

তারা My Banglalink এ্র্যাপসটা ত্তপেন করে Forgot Password এ ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বর টি দিন, তার পর লাষ্ট রিচার্জ এমাউন্ট দিন, প্রথম এফ এন এফ এবং ২য় এফ এন এফ দিন এবার By Sms এ ক্লিক করুন। এবার Get Password এ ক্লিক করুন। এবার আপনি আপনার Password নতুন করে সাজিয়ে নিন।

আমি আশা করি আপনারা সবাই পারবেন।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন   ফেসবুকে আমি রাইয়ান আহমেদ অাকাশ

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আর ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই র্পযন্তই। দেখা হবে আগামী টিউনে।সে র্পযন্ত আপনারা ভাল থাকবেন,সুস্থথাকবেন এই শুভ প্রত্যাশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। BY

Level New

আমি রাইয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর, এটা কোন টিউন হল? এসব তো বাচ্চারাও জানে। পারলে ভাল কিছু নিয়ে টিউন করুন।

    নাহিদ ভা্ই বাচ্চারাও জানে তাহলে আপনার পোষ্ট টা দেখে এড়িয়ে যায়া উচিত ছিল।নিজের তো প্রফাইল পিকচার এ্যাড করতে পারেন নি আবার বড় বড় কথা বলেন।

    টেকটিউনসে আসছেন চার দিন হল আবার বড় বড় কথা।

খুব ভালো লাগলো টিউনটি

ফালতু পোস্ট। এভাবে শুধু বাংলালিংক না সকল সিমের ই ইনফর্ম পাওয়া যাবে।

এটা সম্পূর্ণ অনৈতিক।

Level 0

J jae bolok ata niccccc e tune

আমি জানতাম তবে এতো ভালো করে স্টেপ বাই স্টেপ জানতাম না।এই টিউন এর মাধ্যমে এই বিষয় সম্পর্কিত অন্ধকার ধুর হল। ধন্যবাদ ভাই আপনাকে,আপনার জন্য কিছু জানতে পারলাম।

Level New

টিউনটা ভালও আবার মন্দও … আগে মন্দ দিক গুলো বলি, টিউনের হেডলাইনটা খুব বাজে “আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুধু মাত্র বাংলালিংক ইউজার।” … What nonsense !!
.
হেডলাইনটা বরং এরকম হলে ভাল হোত না, “আপনার বাংলা লিঙ্ক নম্বরের কল হিস্টরি দেখুন, অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে ”
.
তাহলেই কি বেশি শালীন আর দেখতে ভাল হোত না ? পড়তেও ভাল লাগত …
.
আরেকটা মন্দ দিক হল, যদি আপনার গার্লফ্রেন্ডের কল লিস্ট আপনাকে দেখতেই হয় তবে সেই মোবাইল থেকে একটা মেসেজ করা লাগবে আবার ফিরতি মেসেজে একটা কোড আসবে তাও জানা লাগবে … এই সবই করতে হবে, চুরি করে … কেননা আপনার গার্লফ্রেন্ড কেন মোবাইলে সি সব করতে দেবে আপনাকে ??
.
আর ভাল দিক বলি, সেটা হল এই এ্যাপস মূলত গার্ল ফ্রেন্ডের কল লিস্ট দেখার জন্য বানানো হয় নাই … বরং যে কারও কল লিস্ট দেখতে ব্যবহার করা যাবে যদি এবং কেবল যদি আপনার কাছে সেই সিকিউরিটি কোড থাকে … তাই পজিটিভ দিক হল, যারা এই এ্যাপস সম্পর্কে জানতেন না তারা জানতে পারল …
.
আরেকটি পজিটিভ দিক হল, টিউনটি খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে বুঝানো হয়েছে …
.
তাই আমি এটাকে অবশ্যই ভাল টিউন বলব …
.
লেখককে আরেকটি কথা বলতে চাই, দেখেন আপনি যা লিখবেন তা অনেকের ভাল লাগবে আবার অনেকের ভাল লাগবে না বরং উলটা বাজে লাগবে … অনেক উলটা পালটা মন্তব্যও আসবে … আপনি যখন একজন লেখক, তখন কিনতু নেগেটিভ পজেটিভ সব রকম মন্তব্যের জন্যই আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে …
.
কেউ বলবে খুব ফালতু পোস্ট আবার কেউ বলবে খুব ভাল … তাই এরকম মন্তব্য কখনওই কাম্য নয় “নিজের তো প্রোফাইল পিকচার এ্যাড করতে পারেন নি আবার বড় বড় কথা বলেন” … একেতো প্রোফাইল পিকচার পরিবর্তন করলেই কেউ বিশাল টেকি পার্সন হয়ে যায় না … তার উপর এটা তার ব্যাপার … এমনও হতে পারে সে ইচ্ছে করেই করে না বা হয়তো বা আসলেই জানে না …
.
তাই আপনি যখন লেখক, তখন সব সময় সব মন্তব্য পজেটিভলি নেবার সাহস রাখবেন … কারণ, পাঠকরা আছে বলেই আপনি লেখক … আপনি লিখবেন মানুষ পড়বে … কেউ যদি নাই পড়ল তাহলে সেই লিখাটি যেমন, ব্যর্থ … ঠিক তেমনি, পড়লে নেগেটিভ পজেটিভ সব রকম মন্তব্য আসবেই …
.
ভালো থাকবেন আর আরও ভালো ভালো টিউন করবেন আশা করি … আল্লাহ হাফেয 🙂 …

নাইছ টিউন।

ভাই রবিতে কিভাবে করা যায় জানালে উপকৃত হব।

যারা রেজিস্ট্রেশন ছাড়া code verification ছাড়া এই কাজ করতে চান তারা সবাই spyzie app টা ডাউনলোড করতে পারেন,,