প্রিয় টেকটিউনের পাঠক, লেখক ও শুভাকাঙ্খী সবাই কে মাহে রমজানের শুভেচ্ছা। আর কিছুদিন পরই ঈদ আর ঈদকে ঘিরে প্রতি বছরই জাল টাকার রমরমা ব্যবসা শুরু হয়। আমরা অনেকেই শিকার হই এই পরিস্থিতির। অনেকে জাল টাকা না চিনার কারণে ফেঁসেও যেতে পারেন। মনে করুন আপনি জাল টাকা চিনেন না, কেউ একজন আপনাকে জাল টাকা দিল, আপনি সেই টাকা দোকানে দিতে গিয়ে ধরা পড়লেন। কেউ কিন্তু বিশ্বাস করবে না যে আপনি আপনি জাল টাকা চক্রের সাথে জড়িত নন। আপনাকে পুলিশে দেবে। বুঝুন কেমন পরিস্থিতিতে পড়বেন। অন্যায় না করেও সাজা পেতে পারেন।
এমন পরিস্থিতি মোকাবেলায় আজকে আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা থেকে জাল টাকা সনাক্ত করার উপায় পাবেন। জাল টাকা চেনার উপায় নামের এপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেয়া আছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা ও আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। ফলে কেউ নকল টাকা দিল ধরা পড়ে যাবে।
Additional information
Requires Android: এপটি ব্যবহার করতে ২.৩ বা এর উপরের এন্ডয়েড দরকার।
সাইজঃ মাত্র ১.১ এমবি।
আপডেটঃ June 2, 2015
রেটিং : ৪.৩
ডাউনলোড এখানে
আশা করি এপটি সকলের কাছে ভাল লাগবে।
টিউনটি প্রথম এখানে প্রকাশ করা হয়েছিল।
যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন। এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।