এবার ইংরেজী গ্রামার+ভাষা শিখুন ঘরে বসে!!!!

আলোচনা:সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ টিউন।ইংরেজী ভাষার প্রতি একটা ভীতি অনেকের মাঝেই কাজ করে,এটাই স্বাভাবিক।কেউ স্পিকিং পারলেও গ্রামার মিলাতে পারেনা, আবার কেউ গ্রামার পারলেও স্পিকিং এ দূর্বল হয়ে থাকে।অনেক কোচিং ঈ এটা শেখায়,,ইংলিশ স্পোকেন।তবে সবসময় সবার কোচিং করাও হয়ে উঠেনা,,, তাই সকলের জন্যই আজ নিয়ে এলাম দারুণ দুটো অ্যাপ।আপনাদের সাড়া পেলে ইংলিশ স্পোকেং নিয়ে নিয়মিত টিউন করবো বিভিন্ন এপ নিয়ে, যদ্বারা আপনার ইংলিশ ভাষা জ্ঞান সমৃদ্ধ হবে,BCS এর ভাইভাতেও কাজে লাগবে।চলুন জেনে নেই এপ সম্পর্কে,,,

♦ অ্যাপের নাম : Ebgrammar.Apk, Eblearninh.Apk

♦ ক্যাটাগরি : Educational

♦ সাইজ:৩.১২ এম্বি

♦ অ্যাপ ধরণ:Zip

বিস্তারিত: দুইটা এপ ঈ মারাত্মক কাজের। এখানে বিভিন্ন Vocabulary, Conversation, Practice সব পাবেন।এমন কি আপনি ৩০ দিনে ধারাবাহিক ক্লাশের মতো শিখতে পারবেন। কেননা এপের মাঝে সূচিপত্র করা আছে এভাবে যে প্রথম দিন, দ্বিতীয় দিন, এভাবে ত্রিশ দিন। আপনি বাস্তবিকই এটা এবং সূচিপত্র অনুযায়ী অধ্যয়ন করলে ত্রিশ দিনেই আপনি ভাল মানের Conversation করতে পারবেন।

★ এছাড়া গ্রামারের টুকিটাকি শিখতে পারবেন,, স্টেপ বাই স্টেপ। যদিও গ্রামার টা যথেষ্ট নয় তবু এটা আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দিবে।একবার ডাউনলোড করেই দেখুন,,,

ডাউনলোড লিংক: Learning English By Ashikur Rahman Khan.Zip

♦ বানানে ভুলত্রুটি থেকে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♦ টিউন টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিরে পারেন।
♥ ধন্যবাদ সবাইকে,ভাল থাকুন এই কামনাই করি

আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বললেন Ebgrammar.Apk, Eblearninh.Apk আর দিলেন Learning English, এটা কেমন টিউন। পরবর্তীতে টিউনে যা বলবেন তারই ডাউনলোড লিংক দিবেন।