বাংলাদেশে চালু হলো অ্যাপ ‘ অপেরা ম্যাক্স’। এখন থেকে আপনার৫০% ইন্টারনেট সাশ্রয়ী হবে। এছাড়া রয়েছে আরও অনেক সুবিধা।

<img src="http://f23.wapka-files.com/download/6/3/c/578489_63c7abeb1adaa690e9fcc2b1.jpg/3fc5e1afbe7f2378cc33/opera-max-onehome-664x374_87947.jpg"/> বাংলাদেশে ডাটা ব্যবস্থাপনা ও ডাটা সাশ্রয়ী অ্যাপ 'অপেরা ম্যাক্স' চালু করেছে অপেরা সফটওয়্যার। অ্যাপটি আজ বুধবার থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। মোবাইল ডাটা কানেকশন বা ওয়াইফাই উভয় ক্ষেত্রেই ভিডিও ও ছবির আকার ব্যপক পরিমাণে কমিয়ে আনে এই সফওয়্যারটি। ফলে গ্রাহক তাদের ডাটা প্ল্যানের সর্বোচ্চ ব্যবহার এবং ডাটা ইউজেসের ওপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। অপেরা ম্যাক্স'এ যেসব সুবিধা পাওয়া যাবে : মোবাইল ডাটার সাশ্রয় : মোবাইল বা ওয়াই- ফাই নেটওয়ার্কে প্রায় সব অ্যাপ ও ওয়েবসাইটের ভিডিও, ছবি, মিডিয়াসহ অন্যান্য কন্টেন্টগুলোর আকার ছোটো করার মাধ্যমে ডাটা সাশ্রয় করে অপেরা ম্যাক্স। সহজ ডাটা ব্যবস্থাপনা : অ্যাপের ব্যবহার এবং ডাটা সাশ্রয়ের ওপর মাসিক ও প্রতিদিনের ভিত্তিতে তথ্য প্রদান করে অপেরা ম্যাক্স টাইমলাইন। প্রতিটি অ্যাপে ও মোট কী পরিমাণ ডাটা সাশ্রয় হয়েছে সে তথ্যটিও ডাটা ব্যবহারের পরিসংখ্যারেন মাধ্যমে প্রদান করা হয়। <img src="http://f23.wapka-files.com/download/0/2/b/1577660_02b4396ebf6f15026e506529.png/b62dbfa3f19c271cee19/Screenshot_2015-06-22-12-30-38.png"/>   দ্রুতগতির ও কার্যকর ওয়েব অভিজ্ঞতা : ওয়েব থেকে কম ডাটা ডাউনলোডের মানে গ্রাহকের ফোনে মোবাইল ব্রাউজিং আরো দ্রুততর হবে। ওপেরা ম্যাক্সের কম্প্রেশন ফিচারের মাধ্যমে গ্রাহকরা নেটওয়ার্ক জট এড়িয়ে দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। অ্যাপ ব্লক করা এবং ডাটা লিকেজ প্রতিরোধ : অপেরা ম্যাক্সের মাধ্যমে গ্রাহকরা অপ্রোয়জনীয় অ্যাপগুলোকে চিহ্নিত এবং সেগুলোকে ব্লক করে দিতে পারেন। এই অ্যাপগুলোর জন্য গ্রাহকের অজ্ঞাতে অপ্রয়োজনীয় ডাটা খরচ হয়ে থাকে। <img src="http://f23.wapka-files.com/download/d/f/6/1577660_df64eaecbf89aa5fd9e40164.png/bfadb1d37fb0aea5a6bd/Screenshot_2015-06-22-12-31-02.png"/>   আরো ভিডিও দেখার সুযোগ পাবেন গ্রাহকরা : অপেরা ম্যাক্সই একমাত্র অ্যাপ যা ভিডিওর আকার ছোট করে এবং ভিডিও বাফারিংয়ের পরিমাণ লক্ষণীয় পরিমাণে কমিয়ে আনে।     <img src="http://f23.wapka-files.com/download/f/d/a/1577660_fda0fbd6d948f211848ed0c2.png/f1c7aa90b6f75ae3cf38/Screenshot_2015-06-22-12-30-52.png"/> এপসটির ডাউনলোড লিংক
http://mytune24.com/software/view/32957270
আপনি চাইলে এপসটি প্লেস্টোর থেকে ডাউণলোড করে নিতে পারেন।আমার মতে এখান থেকে করে নিলে ভালো হবে কেননা অনেকের ফোনে প্লেস্টোর কাজ করে না।টিউনি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।ভালো থাকুন সুস্থ্য থাকুন আর নতুন কিছু পেতে আমাদের সাথে থাকুন।cbnkk

Level 1

আমি মোঃ শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কই ভাই. ????

http://mytune24.com/software/view/32957270 লিংকে গেলে 9apps download হয়

    তাও নামিয়েছিলাম। কিন্তু সে দিয়ে অন্যান্য app হালনাগাদ করতে আমি সমর্থ হলেও আসল কাজই পারলাম না

fast downlod dila 9apps hobe.apni drict download dan

আমি শুক্রবার থেকে ব্যবহার করি।খুব ভালো একটা এপ্স।

Connecting error astese

প্লেষ্টরে গিয়ে opera Max search deley chole asbe.