শুধুমাত্র যেনে নিন এখন থেকে আর কত সময় বাকী “সেহরি বা ইফতারির” সকল জেলার জন্য।

আসসালামু আলাইকুম,

রমজানুল মোবারক সবাইকে, বাংলাদেশ এর অসাধারন সিরিজ জয়ে আরেকবার শুভেচ্ছা সকলকে।

এবার আসি মুল টিউনে,

রমজান মাস চলছে, প্রযুক্তি আমাদের জীবনকে করেছে আরেকটু খানি সহজ।

আপনাদের সকলের জন্য, এবং অবশ্যই আমার নিজের জন্য একটি দরকারি তথ্য হচ্ছে আমাদের জানা দরকার এখন থেকে সেহরি বা ইফতারি হতে কত সময় বাকী।

আসলে রমজানের জন্য অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে শুধু জানা যায়, সেহরি বা ইফতারি কখন। কিন্ত আমাদের জানা দরকার এখন থেকে কত সময় বাকী সেটা জানার।

এবং সেহরি বা ইফতারির আগে Alert এর। এই অ্যাপটি দিয়ে যা অনেক সহজে জানতে পারবেন।

 

 

সেহেরি এবং ইফতার এর কত সময় বাকি আছে জানতে চান ?"Koto baki ?"অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন সেহেরি  অথবা  ইফতার এর  কত সময় বাকি আছে।ধরুন আপনি এক বিভাগ থেকে অন্য বিভাগ এ ভ্রমন করছেন।আপনার পক্ষে সব বিভাগ এর ইফতার অথবা সাহেরি এর সময় জানা সম্ভব না ;কিন্তু এই অ্যাপ এ আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন আর জানতে পারবেন ঐ বিভাগে সেহেরি  অথবা  ইফতার এর কত সময় বাকি আছে।আপনি  বাসাই থাকুন অথবা অফিসে থাকুন এই অ্যাপটি  ইফতার এর আগে এলার্ট দিবে।আপনি রাতে ঘুমিয়ে আছেন,ঠিক সেহেরি এর আগে আপনাকে পুনরাই অ্যাপটি এলার্ট দিবে।এই রমজান মাসে এই অ্যাপটি আপনাদের অনেক উপকার এ আসবে।

 

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন  ডাউনলোড করে অবশ্যই রিভিউ দিবেন।

 

ফিচার:

  •       অ্যাপটিতে বাংলা ও ইংরেজি দুই ভাষা ব্যবহার করা হয়েছে।
  •       এই অ্যাপটির মাধ্যমে ৭তি বিভাগ এর সেহেরি ও ইফতার এর সময় জানতে পারবেন।
  •       ইফতার ও সেহেরি এর পূর্বে অ্যাপটি আপনাকে এলার্ট দিবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের মত এটুকুই, দেখা হবে পরে অন্য কোন টিউনে। আল্লাহ হাফেয

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে সব সময় কিছু করতে চাই , করতে চাই মনভাব থেকেই ব্লগ পোস্ট করা শুরু । আমাকে মেইল করতে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad bro..

ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দেন