আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।
খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ৫১২mb-২ জিবি পর্যন্ত!! লেটেস্ট ভার্সন আপ্স দিয়ে।
কি অবাক হলেন?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে!!
কথা না বাড়িয়ে কাজে চলে আসি।
আপনার যা যা লাগবে :
১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।
২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS হাই স্পিড হওয়া লাগবে)
৩) Ram Expander. প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $10.20 (Size 5.5 mb) Only
এখন Ram Expender টা ইন্সটল করে ওপেন করুন। Super User permission চাইলে Grant / Accept করুন।
নিচের ছবির মত আসবে,
কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।
অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।
Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।
ছবি দেখে কি করতে হবে বুঝতে পারবেন
Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।
Close করে বের হয়ে যান। এখন Notify Icon ও Auto run অপশন ২ টায় টিক দেন কাজ শেষ।
তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।
এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে। Swap RAM কত আর কতটুকু খালি আছে। সবশেষে মোট RAMকত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।
Class 8 / 10 Memory Cardছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে খুব লাভ হবে না।
সতর্কবার্তা :
১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
ফেসবুকে আমি যেকোনো সমস্যাই জানাতে পারেন।
আমি নির্ঝর মাহবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Waltone Primo NF সেট কিভাব রুট করবো? সেটা নিয়ে কোন পোস্ট করা থাকলে আমাকে সেই পোস্টের লিংক দেন।…প্লীজ।