ন্যাশনাল ইউনিভার্সিটির সকল রেজাল্ট জানুন একটা অ্যাপ দিয়ে।

আসসালামু অলাইকুম।। সবার শুরুতে রমজান মোবারক।। সবাই কেমন আছেন। আজ প্রথম রোজ চলে গেল আসা করি সবাই রোজা রেখে ছিলেন এবং রাখবেন। আশা করি সবাই নামাজ পড়েন এবং পড়বেন সাথে সকল টেকটিউনারদের জন্য দোয়া করবেন কে জানে কার দোয়া কখন দয়াময় কবুল করেন। তো শুরু করা যাক আজ আমি একটা ছোট অ্যাপ নিয়ে হাজির হয়েছি তাদের জন্য যাদের ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দেখতে কষ্ট হয়। আর না এবার ছোট অ্যাপ দিয়ে দেখতে পারবেন সকল রেজাল্ট। এটা পুরানো একটা অ্যাপ তবে এটা দিয়ে সকলে সকলে উপকৃত হতে পারেন আশা করি। এপটির নাম NU Results BD তা হলে এবার প্রথমে অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন তারপর Get Result Via Online সিলেক্ট করুনঃ

এর পর আপনার প্রয়োজন অনুযায়ী অনার্স সিলেক্ট করুন সাথে বছরটা ও দিতে ভুলকরবেন না

এর পর কলেজ না কি বোর্ড রেজাল্ট চান তা সিলেক্ট করুন এবং রোল নম্বরটা দিতে ভুলবেন না কিন্তুঃ

পেয়ে যাবেন আপনার রেজাল্ট। আর কোন সমস্যা নেই এবার থেকে নিজে নিজে আপনার মোবাইল দিয়ে আপনার সহ আরো অনেকের রেজাল্ট টা দেখতে পারবেন। দরাকর হবে না বন্ধুর কম্পিউটার অথবা দোকানের কম্পিউটারে টাকা দিয়ে আপনার রেজাল্ট দেখার। শুধু ছোট একটা এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি পারবেন এবার থেকে।

তো আর কথা নয় ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে লিংক ঃ https://play.google.com/store/apps/details?id=com.pcbabu.nuresult&hl=en এখানে ক্লিক করুন

 

 

 

Level 0

আমি অল্প জ্ঞানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্টটা http://www.LekhaporaBD.com এ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো অনেকেই এই সম্পর্কে জানতে পারবে 🙂