আসসালামু আলাইকুম,শুরুতে সবাইকে মাহে রমজান এর শুভেচ্ছা জানাইয়া টেকটিউন এ আমার প্রথম টিউন শুরু করলাম।যেহেতু এটা আমার প্রথম টিউন তাই আমার এই টিউন এ কোন ভুল থাকলে সঠিক করে পড়ে নিবেন।এছারা আমি আর কোন দিন কোন ব্লগ সাইট এ টিউন করি নাই।আমি অনেক আগে থেকেই টেকটিউন এর ভিসিটর আছি।।এখন কিছুদিন ধরে টেকটিউন এ মোবাইল ভার্সন বন্ধ করার কারনে টেকটিউন এর টিউন গুলো পড়া কঠিন হইয়া যায়।যাক অইসব কথা বাদ দিয়া এখন মুল কথাএ আসি।
আমি যেই সফটওয়্যার টার কথা বলতেছি অইটার নাম হচ্ছে Alarm system apk গুগোল/প্লেস্টোর এ খোজলে পাইয়া যাবেন সফটওয়্যার টা।
অথবা, এখান থেকে ডাওনলোড দিতে পারেন।
প্রথম সফটওয়্যার টা ওপেন করবেন কোন ইন্টারনেট সং্যোগ/pc লাগবে না।তারপর সিটিং এ গিয়া আপনার ফোন নাম্বার ইমেইল দিয়া save করবেন।আর আপনি camer হিসেবে সামনে/পিছনের টা ব্যবহার করতে পারবেন।তারপর মেইন মেন্যু তে যাইয়া সফটওয়্যার টা একটিভ করে দিবেন।আপনি এই সফটওয়্যার এর মধ্যে যেই কাজ গুলো করতে পারবেন।
কেও যদি সফটওয়্যার টার নজরে পরে তাহলে সফটওয়্যার টা আপনাকে call/sms/mail করে ছবিসহ জানাইয়া দিবে।আর যদি Alarm একটিভ রাখেন তাহলে হলোই,, সাথে সাথে Alarm বাজতে শুরু করবে।নিচে দিলাম কোন অপসন টার কি কাজ।
(১)Movement:আপনার মোবাইল এ কেও স্পর্শ করলে।
২,noise:অতিরিক্ত শব্দ হলে।
৩,unlocked:আপনার মোবাইল এ কেও ভুল পাসওয়ার্ড দিলে।
৪,unplag:চারজার থেকে আপনার মোবাইল খুলে নিলে।
৫,camera:আপনার মোবাইল টা CC camera এর মতো সেট করবেন,যখন camera সন্দেহজনক কোন কিছু দেখবে সাথে সাথে তার ছবি তুলে আপনাকে mail করে দিবে।এবং আপনার sd card এ জমা হবে।আর alarm ত আছেই।
আপনি সবগুলো অপসন একসাথে ব্যবহার করতে পারবেন।এটা আমার টেকটিওন এ প্রথম টিউন।অনেক কস্ট করে Android দিয়া টাইপিং করে এতগুলো লিখা লিখলাম একটা tnx অন্ততপক্ষে দিবেন।কোন সমস্যা হলে টিউমেন্ট করেন।
আমি Hasibor Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ তবে download link টা দিলে ভাল হত।যাই হোক অনেক ভাল হয়ছে।চালিয়ে যান।