প্রথম রমজানে সাবাইকে জানাই রমজান মোবারাক এবং আমার সালাম। পবিত্র জুম্মার দিন দিয়েই এবারের রমজান শুরু, যা এই পবিত্র মাসের ফজিলাত আরো বাড়িয়ে দিল। আশা করি এই রমজান আমাদের সকলের জন্য এবং আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।
এই ইবাদাতের মাসে একটা ছোট উপহার হিসেবে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ডিজিটাল তাসবিহ। আমাদের দেশে ধীরে ধীরে সবকিছুই ডিজিটাল হচ্ছে, তাহলে তাসবিহ ডিজিটাল হবে না কেন??
এই ডিজিটাল তাসবিহ মুলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনি যে কোন স্থানে, যে কোন সময় ব্যবহার করতে পারবেন। নিম্নে অ্যাপটির কিছু ভিউ দেখে নিন।
এই অ্যাপ এ প্রথমে আপনাকে টার্গেট সেট করতে হবে অর্থাৎ আপনি কত বার তাসবিহ গণনা করবেন তা ঠিক করে দিবেন। এর পরেই শুরু ইবাদাত। স্ক্রীন এর যে কোন স্থানে স্পর্শ করলেই আপনার ইবাদাত গনণা শুরু হবে। আপনার টার্গেট পর্যন্ত পৌছানো মাত্রই আপনার মোবাইল ভাইব্রেট করে আপনাকে জানিয়ে দেবে। এটার স্ক্রীনটা ডার্ক রঙের হওয়ার রাতের অন্ধকার ভাল ভাবে ব্যবহার করা যায়।
এই অ্যাপটি ডেভেলপ হয়েছে Droid Digger নামক আমাদের দেশেরই একটি অ্যাপ ডেভেলপমেন্ট টিম দ্বারা। আশা করি আপনাদের এই অ্যাপটি ভাল লাগবে। এই টিউনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ডিজিটাল তাসবিহ এর সাথে পরিচয় করিয়ে দিন এবং আপনিও কিছু নেক আমল কামিয়ে নিন।
ভাল থাকবেন সবাই, রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি 🙂
আমি এম.এস.আই সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক করছি। পাশাপাশি আমি আমার নিজের ব্লগ http://techmasi.com এ আর্টিকেল লেখি।