চরম অ্যাপ!!!!আপনার মোবাইল আপনাকেই বলবে

আসসালামুআলাইকুম!! সবাই কেমন আছেন। আশা করি ভালোই আছেন আল্লাহুর দয়ায়। আর যারা এই টেকটিউনে আসে আমি জানি তারা এমনিতেই ভালো থাকে। আমিও আপনাদের মত ভালোই আছি কৃপাময়ের কৃপায়। ব্যাস্ততার কারণে তেমন কোন ভালো টিউন করতে পারি না। আর আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মাত্র কয়েকদিন আগে। এটা আমার তৃতীয় টিউন যদি কোন রকম ভূল এই টিউনের মধ্যে করে থাকি তবে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসা করি। কাজের কথায় আসি আজ আমি আপনাদের সাথে একটা পুরাতন কিন্তু দরকারি  অ্যাপস শেয়ার করব। এই অ্যাপটিকে আপনারা সবাই চেনেন।

যারা এখনো ব্যবহার করেন নাই এটা মুলত তাদের জন্য শেয়ার করা। অ্যাপটির নাম Hiddeney । এতখনে বুজতে পেরেছেন মনে হয়। হ্যা এটি সেই অ্যাপ যে কিনা আপনি ছাড়া আপনার মোবাইলে লক খুলতে গেলে ভূল পাসওয়াড দেওয়া মাত্রই তার ছবি টা তুলে রাখে এবং আপনাকে জানান দেয়। আমি যত এই ধরনের অ্যাপ দেখেছি তো তাদের মধ্যে ফ্রি এই অ্যাপটা আমার কাছে সেরা মনে হয়েছে। হয়ত আপনাদের কাছেও ভালোলাগতে পারে এই অ্যাপটা।

 

দিবেইতো কারণ ফোন টা যে আপনার। তো এবার এটাকে ডাউনলোড করে মজা করতে থাকুন সবার সাথে। আজ আর না অনেক কথা বলে ফেলেছি। এবার আপনাদের পালা মজা করার। বাই বাই দেখা হবে আগামি টিউনে।

ডাউলোড লিংক ঃ

তো এবার ডাউনলোড করুনতো অ্যাপ মিসটার ফানি অ্যাপটাকে

Level 0

আমি অল্প জ্ঞানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস