NR Soft BD নিয়ে এলো এন্ড্রয়েড ইউজারদের জন্য দারুন এক মোবাইল অ্যাপ্লিকেশন। এপ্লিকেশনটির নাম e-Care BD। এপ্লিকেশনটি পাওয়া যাচ্ছে এখন গুগল প্লে স্টোরে। যদি কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে ড্রপবক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন
এপ্লিকেশনটিতে যা যা থাকছেঃ-
# আপনার মোবাইলের গ্রমিন, রবি, এয়ারটেল এবং বালালিংক সিম এর বর্তমান সকল অফার। যেমন, বন্ধ সিমের অফার, নতুন সিমের অফার, রিচার্জ অফার, ব্যবহারের উপর অফার সব কিছুই জানতে পারবেন।
#আপনার সিমের সকল তথ্য- যেমনঃ
১। লাস্ট ১ মাসের রিচার্জ দেখতে পারবেন।
২। আপনার সিমের FnF ফ্রিতে চেইঞ্জ, ডিলিট এবং অ্যাড করতে পারবেন।
৩। আপনার সিমের ১ মাসের সকল Incoming এবং Outgoing কল দেখতে পারবেন।
৪। আপনি যদি e-Care সার্ভিসটি ব্যবহার করেন, তাহলে আপনার সিম চুরি হয়ে গেলেও যে কোন সময় আপনি সিমটি তুলতে পারবেন। কারণ সিমের সকল তথ্যই আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন।
৫। আপনার সিম এখন বর্তমানে কোন প্যাকেজে আছে সেটা জানতে পারবেন।
৬। কোন প্যাকেজে কি রকম কল রেট সুবিধা জানতে পারবেন।
এক কথায় আপনার সিমের কাস্টমার ম্যানেজার আপনি ই হয়ে যাবেন।
আশা করি এপ্লিকেশনটি প্রত্যেক এন্ড্রয়েড ইউজার এর ই কাজে লাগবে।
আমি naimimran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমনিতেই সকল সিমের self care আছে!