ফটোতে Light Effect ব্যবহার করার চরম একটি এন্ড্রয়েড এপস

আসসালামু আলাইকুম!!
সবাই কেমন আছেন?
যদিও জানি যে টেকটিউনসের সাথে থাকলে সবাই ভালই থাকে তবুও জানতে চাইলাম।এসব কথা ছারুন,চলুন কাজের কথায় আসা যাক।
আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চরম একটি Photo editor যার নাম LightEffects.

হয়তো বা অনেকেই এপসটি সম্পর্কে জানেন,হয়তো বা অনেকে এটা ব্যবহারও করেছেন,তবুও এপসটির বর্ননা দিচ্ছি।
কারন অনেকেই হয়তো এপসটি সম্পর্কে জানে না।
এই এপসটির মাধ্যমে আপনারা ইংলিশ মুভির মতো ফটোতে লাইট ইফেক্ট ব্যবহার করতে পারবেন। যেমন আয়রন ম্যানের হাত দিয়ে এক প্রকারের রশ্নি বের হয় সেরকম বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন।এসব ইফেক্ট শুধু ফটোর জন্য।এই এপসটির প্রধান কাজ হলো ফটোতে Light ইফেক্ট দেওয়া।ফটোর সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই এপসটির গুরুত্ব অপরিসীম। তাছাড়া এই এপসটি ব্যবহার করে আপনি একাধিক ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
তাছাড়া আরেকটি বিশেষ সুবিধা হলো এটাতে ক্যামেরাও সংযুক্ত রয়েছে।যদি আপনার ছবি তোলা না থাকে এই এপসটির দ্বারা ছবি তুলে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এপসটিতে ৪০টার মতো ইফেক্ট রয়েছে। আপনি চাইলে সব কয়টি ইফেক্ট ব্যবহার করতে
পারবেন। এই এপস টি ব্যবহার করা ও খুব সহজ। এপসটি মাত্র ৯.৬ মেগাবাইটের। নিচে এপসটির ডাউনলোড লিঙ্ক দিলাম।
ঝটপট এপসটি ডাউনলোড করে নিন।
Download here

আজ এ পর্যন্তই

আর যদি কারও কোন সমস্যা অথবা
ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাকে
অবশ্যই ফেসবুকে জানাবেন।
নিচে আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিলাম।
ফেসবুকে আমি

Level 0

আমি মোহিদ হাসান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

3rd cls apps kono kaj ei na..

    Samsung Galaxy J1 এ কোন আপ্পস যেমন মিউজিক প্লেয়ার, ইন্টারনেট স্পীড মিটার ইত্যাদি ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কোন কাজ যেমন ফেসবুক, প্লে স্টোর এ ঢুকলে কিছুক্ষণ পর তা কেটে যায়। এর কোন সমাধান হবে কি??????