প্রিয় টেকটিউনস বন্ধুরা
আশা করি সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি। কারন টেকটিউনস আমার অনেক দিন এর ইচ্ছা আজ পুরন করেছে! 😀
আমি কখনোই ভাবি নি যে টেকটিউনস এর মত একটা জনপ্রিয় সাইট এ লিখতে পারবো। ধন্যবাদ দিয়ে ছোট করবু না কাউকে, শুধু এটুকু ই বলতে পারি টেকটিউনস আস্তে আস্তে এশিয়া মহাদেশ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হবে। টেকটিউনস আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যার সমাধান তুলে ধরে আর তার মাধ্যমেই আমরা প্রযুক্তি কে সাথে নিয়ে এগুতে পারছি ডিজিটাল বাংলাদেশ এর জন্য।টেকটিউনস এটাই আমার প্রথম টিউন। তাই আপনাদের সামনে আজ নিয়ে আসলাম এন্ড্রয়েড মোবাইল/ট্যাবলেট এর জন্য জনপ্রিয় একটি লাঞ্চার নিয়ে। এটি অনেক দ্রুত কাজ করে। আপনার মোবাইল/ট্যাবলেট টি যদি স্লো হয়ে যায় তাহলে এটি ব্যবহার করে অনেক শান্তি পাবেন। এটি ব্যবহার করে অন্যান্য লাঞ্চার এর দিকে আর চোখ যাবেনা আশা করি। এই লাঞ্চারটিতে রয়েছে অনেক থিমস এবং আইকন প্যাক। লাঞ্চার টির নাম TSF SHELL.pro। এন্ড্রয়েড এর যেকুনো ভার্শনে এটি ইন্সটল হবে, তাই চিন্তার কুনো কারন নেই। ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।
এর আগে জানিনা এই টিউনটি কেউ করেছেন কিনা, তবে আমি আপনাদের কাছে pro ভার্শন টির ডাউনলোড লিঙ্ক শেয়ার করেছি। ডাউনলোড করার আগে স্ক্রিনশরট গুলি দেখে নিন। 😎
ডাউনলোড করুন
ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন। আর আমার একটা সাইট আছে একবার ঘুরে আসেন ভাল লাগবে আশা করি। আমার সাইট networkpoint.tk 🙂
আমি মহিবুর রহমান রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am simple but wants to be unsimple by my activity
লান্ছারটি খুব সুন্দর।আমি আগে থেকেই ব্যবহার করছি তার পরও ধন্যবাদ।