এন্ড্রইডের টাইটেনিয়াম ব্যাকআপ এর pro/Donate সমস্যার সমাধান

আছসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। আমি টেকটিউনস এর নিয়মিত ভিউয়ার ছিলাম, এখন থেকে নিয়মিত টিউনার হব ইনশাআল্লাহ।

তো সরাসরি আজকের টিউন এ চলে যাচ্ছি।

আমরা যারা এন্ড্রইড রুট ইউজার তারা ভাল করেই জানি Titaniam backup কতটা গুরুত্বপূর্ন। এই এপ টি আমার প্রিয় তালিকায় অন্যতম। কিন্তু আমরা অনেকেই এর লাইসেন্স সমস্যার কারনে ব্যবহার করতে পারি না। তো চলুন দেখি কীভাবে এর লাইসেন্স সমস্যার সমাধান করবেন ও ফুল ভার্সনে ব্যবহার করবেন।

প্রথমেই PLAY STORE থেকে Titaniam backup pro নামিয়ে নিন।

★Titanium Backup

এখন এটা ওপেন করলে দেখবেন অনেক ফাংশন ই কাজ করে না। নিচের ছবিতে দেখেন, এখানে আপনাকে ফুল ভার্সন কিনতে বলতেছে

চিন্তা করবেন না, নিচের লিংক থেকে LUCKY PATCHER এর লেটেষ্ট ভার্সন নামিয়ে নিন।
★Lucky patcher

lucky patcher অপেন করুন। একদম উপরেই TITANIAM BACKUP এপসটি দেখতে পাবেন। এরপর নিচের screenshot অনুযায়ী কাজ করেন।

কাজ শেষ। এবার থেকে আপনি ইচ্ছে মত titaniam backup ব্যবহার করতে পারবেন।
Backup, Restore, Freeze, Defrost করতে এখন আর কোন বাধা নেই।
নিচের ছবিতে দেখেন।

টিউনটি পড়ার জন্যে সবাইকে ধন্যবাদ। এটা আমার প্রথম টিউন, ভূলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই টিউনটি সর্বপ্রথম টেকটিউনস এ প্রকাশ করেছি।

অন্ড্রইড এপস মডিফাইয়ে আমার মোটামুটি ধারনা আছে। আপনাদের অনুপ্রেরনা পেলে মডিফাই নিয়ে ধারাবাহিক টিউন করবো ইনশাআল্লাহ।
সবাই ভাল থাকবেন, খোদা হাফেজ।

Level 0

আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এটা অনেক আগে ব্যবহার করেছি। তবে আমার এন্ড্রয়েড ফোন টা গত পড়শু ব্রিক করছে। একনো ঠিক করতে পারি নি…

কি কারনে ব্রিক হল…? @ মিজানুর রহমান

এপ্সটি আসলেই খুব কাজের!

ধন্যবাদ টিউনার ভাই কে

এইটা দিয়ে কি করা যায়???

@ডিজিটাল বেদূঈন: মন্তব্যের জন্য ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।