আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা?
আশা করি ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অতি প্রয়োজনীয় Android Apps এবং একটি Add-on।
এগুলো দিয়ে আপনারা একটি অতি প্রয়োজনীয় কাজ করতে পাড়বেন।
সেটা হলো : আমরা প্রতিদিন Internet এ অনেক গুরুত্বপূর্ণ কথা, Tips, Tutorials, ইত্যাদি দেখতে পাই। তার মধ্যে অনেকগুলো হয়তো আমাদের অনেক প্রয়োজনীয় হয়ে থাকে।
আমাদের যাদের pc আছে তারা সেগুলু Save করে রাখতে পাড়ি। আর যারা mobile এ opera দিয়ে net browsing করি তারা এগুলু ওটাতে save করি।
pc এর save করা গুলো হয়তো থাকে কিন্তু mobile এ কোন সমস্যা হলে opera এর save করা file গুলু নস্ট হয়ে যেতে পারে।
ফলে আমরা আমাদের অনেক গূরুত্বপূর্ণ file ও tips হারিয়ে ফেলি।
আর যারা এই save করার সিস্টেম টা জানি না তারা হামেশাই আমাদের এই গূরুত্বপূর্ণ লেখা গুলুর link ভুলে যাই।
ফলে যখন এর প্রয়োজন হয় তখন সেটা আর পাইনা।
এখন আর এ ঝামেলায় পড়তে হবে না।
আমি আপনাদের এ ঝামেলা থেকে বাঁচাতে আজ একটা প্রয়োজনীয় tools এর ২টি সিস্টেম নিয়ে এসেছি।
সেটা হলো যখনি কোন site এ কোন ভালো বা গুরুত্বপূর্ণ লেখা পাবেন সেটাকে আপনি pdf file হিসেবে আপনার কাছে রেখে দিতে পাড়বেন।
এধরনের কিছু site আছে যেখানে এমন website এর link থেকে pdf make করে download করে রাখা যায় তবে এতে অনেক ঝামেলা হয় সাথে অনেক সময় ও mb খরচ হয়।
তাই এমন একটি app থাকতে আর কেনো ঝামেলা পোহাতে যাবেন?
app টির নাম হলো : url to pdf converter
প্রথমে নিচের link থেকে app টি download করে নিন।
link : Download Urt To Pdf Converter
এটা install করে open করলে নিচের মতো দেখতে পাবেন।
এবার যে page টাকে আপনি pdf এ convert করতে চান সেটার link টা copy করে প্রথম box এ past করেন।
এবার convert এ click করেন তাহলে নিচের মতো loading হবে।
এই loading 100% হলে মনে করবেন আপনার কাজ শেষ।
এখন open pdf এ click করলে আপনার save করা pdf file টা open হবে।
আমি আমার site এর homepage কে pdf করেছি দেখুন open করা অবস্থায়।
আপনার এই file টা আপনার memory card এর urltopdf folder এ পাবেন।
এবার আসি ২য় system এ এটা তাদের জন্য যারা uc browser use করেন।
যদি uc browser না থাকে তাহলে নিচের link থেকে download করে নিতে পারেন।
link : http://www.ucweb.com/wor/prd/prd/android-phone-lv-15263.html
তারপর এটা install করেন।
আর যাদের আছে তাদের টা দিয়েই হবে।
এবার নিচের add-on টা download করে নিন।
Link : Download Add-on
এবার এটা install করে open করেন। তাহলে দেখবেন uc browser open হবে।
এবার যে page টাকে pdf করতে চান সেটাতে যান।
uc এর option এ click করে add-on এ click করেন।
এবার webtopdf এই add-on এ click করলেই file টার download option আসবে।
এবার download দিন।
file টা memory card এর uc download এ পাবেন।
তাহলে আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি কাজী মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।