এন্ড্রয়েডের সেরা ভিডিও প্লেয়ার (MX প্লেয়ারের চেয়ে ১০০% ভালো)

QQ ভিডিও প্লেয়ার

QQ একটি শক্তিশালী ভিডিও প্লেয়ার।
এটিতে MX প্লেয়ারের মতো গানের কথা আটকে যায় না।
QQ প্লেয়ার চালালে MX প্লেয়ারের কথা ভুলেই যাবেন হয়তো।

এর সুবিধা সমূহঃ

  • এটা 3gp, mp4/m4a, mkv, wma, avi, mpg, mpeg, mov, vob, wmv, dat, vid, ma4,236,vidc আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে।
    এই লিস্টের বাইরের ভিডিও চালাতে হলে ফাইল টি রিনেম করে .mp4 এক্সটেনশন লাগিয়ে নিন। ১০০% গ্যারান্টি চলবে।
  • এটি দ্বারা ব্রাইটনেস ও সাউন্ড কমানো বাড়ানো যায় MX প্লেয়ারের মতো।
  • এটি সব ধরনের সাব টাইটেল সাপোর্ট করে।
  • এটি দ্বারা গানের ভেতর হতে স্ক্রিনশট নেওয়া যায়
  • এটি ব্যবহার করে নেটওয়ার্ক স্ট্রিম করা যায়।
  • প্লেয়ার টি সম্পূর্ণ AD মুক্ত।
  • এই প্লেয়ারে আরও অনেক মজার মজার ফিচার আছে সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না। একবার ডাওনলোড দিয়েই দেখুন।

    নোটঃ

  • QQ প্লেয়ার ১০২০এx৭২০ রেজুউলিউশন এর ভিডিও যার মানে 720p এর ভিডিও স্মুথ ভাবে চালাতে পারে।
  •  যে ভাবে ইনিস্টল করবেনঃ

    1. নিচের Link হতে QQ প্লেয়ার ডাওনলোড করে ইনিস্টল করে নিন।
    2. এখন QQ অপেন করুন এবং SD কার্ড সিলেক্ট করে Refresh এ চাপ দিন সব ফাইল স্কান না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
    3. প্লেয়ার টা খুবই ভালো। আমার পছন্দনীয় একটি প্লেয়ার। (প্লিজ বাজে টিউমেন্ট করবেন না)
    4. দেখুন সব গান চলে এসেছে।:)
    5. Screenshort:






      এখান থেকে ডাওনলোড করুনঃ

      QQ Video Player.apk

      ফেসবুকে আমিঃ


Level 1

আমি পিয়াস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

seem to be good… lets chk.

vai ar caete MX player best because ami NOKIA XL use kore setae QQplayer chalale HD song chole na

Level 0

Mx player এর বেল নাই BS player এর কাছে। এন্ড্রইডের জন্য bs player সব প্লেয়ার এর বাপ। এর উপর আর কোন প্লেয়ার তৈরি হয়নি আজ পর্যন্ত। লেটেস্ট bs player pro download করে ব্যবহার করেইই দেখেন। নিজেই টের পেয়ে যাবেন

    @Ratul007: ধন্যবাদ ভাই , নতুন এবং ফাটাফাটি একটা প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । MX এর চেয়েও ভালো BS । অনেক ফাষ্টার কাজ করে।

কিউকিউ স্লো কাজ করে । এর চেয়ে MX Player বেষ্ট ।

Max er upora kaw nai………

Level 0

যারা mx বেস্ট প্লেয়ারকে বেস্ট বলেন তারা গুগলে সার্চ দিয়ে bsplayer pro ১.২৩ build ১৭৯ ডাউনলোড করেই দেখেন। লজ্জা পেয়ে যাবেন। এরপর আর কোনদিন ভুল করেও mx player সব থেকে বেস্ট বলবেন না।

Level 0

bs player সরাসরি. rar ফাইল থেকেও প্লে করতে পারে। পপুলার মুভির সাবটাইটেল অটো ডাউনলোড হয়, সাবটাইটেল রিপজিশন করা যায় কথার সাথে লেখা না মিল্লে, ডুয়েল বা মাল্টি অডিও ইজি সুইচ করা যায়, মুখের সাথে অডিও না মিল্লে তা রিপজিশন করা যায়, এক্সটারনাল অডিও লোড করা যায়। ভিডিও ফ্লোট করে অন্য যেকোন কাজ করা যায়। ফ্লোট করতে ব্যক বাটন চেপে ধরুন। আর সব থেকে বড় কথা এত কিছুর পরেও এটি সুপার ফাস্ট।

@সবাই: এটা QQ প্লেয়ারের নতুন ভার্সন BS+MX প্লেয়ার হতে ফাস্ট।