অাস্সালামু অালাইকুম।
অাশা করি সবাই ভালো অাছেন এবং টেকটিউনস এর সাথেই অাছে।
কথায় অাছে, "গানেই জ্ঞান, গানেই অজ্ঞান"। গান মানুষের মনের খোরাক জোগায়। বিনোদনের অনেকটা অংশ জুড়েই রয়েছে গান। অামরা প্রতিনিয়ত গান শুনে থাকি। অাবার অনেকে গান শোনার সাথে সাথে গান গেয়েও থাকি। অনেক সময় পুরো গানটা না জানার জন্য গানের সাথে তাল মিলিয়ে ওঠা যায়না।
তাল মিলিয়ে গান গাওয়ার জন্যই, অামি অাজকের টিউন করতে বসলাম।
অাশা করি সবার ভালো লাগবে।
অাসলে Lyrics হচ্ছে ইংরেজী শব্দ। এর বাংলা অাভিধানিক অর্থে বুঝায় গানের কথা। অর্থাৎ যে কথা গুলো সাজিয়ে গান তৈরি করা হয় তাই Lyrics।
★ অাপনি গানের সাথে সাথ তাল মিলিয়ে গান গাইতে পারবেন।
★ গানটিকে সহজে অায়ত্তে নিতে পারবেন।
★ গানের সঠিক লিরিকটা জানতে পারবেন।
★ গুগলে সার্চ করে অাপনি লিরিক্স পেতে পারেন।
★ বিভিন্ন Music Player রয়েছে সেগুলোর মাধ্যমে লিরিক্স খুজে নিতে পারেন।
★ অাপনি যদি পুরো গানটা জানেন অাপনিও গানের লিরিক্স নিজেই তৈরী করে নিতে পারেন।
1. Poweramp Music Player
2. Musixmatch Music Player
3. JetAudio Plus Music Player
এই রকম অারো অনেক Player রয়েছে। অামি যে গুলো ব্যবহার করেছি সগুলো অাপনাদের মাঝে তুলে ধেরেছি। এগুলো Player অাপনি Google Playstore এ গিয়ে Search করলেই পেয়ে যাবেন।
অামরা জানলামঃ- Lyrics কি?,কিভাবে পাবো,কোন Music Player গুলোতে Support করবে।
এখন মূল কথায় অাসি, এতক্ষন যে Lyrics নিয়ে বকবকানি শুনলেন সেই Lyrics অাপনার গানের মধ্যে কিভাবে স্থাপন করবেন?
→ এনড্রয়েড মোবাইল
→ একটি অ্যাপস (এখানে থেকে ডাউনলোড করুন)
→ গানের লিরিক্স
→ কিছু সময়
অনেক Android Apps এর মাধ্যমে গানে Lyrics Add করতে পারেন। তবে অামি যে Apps টি দিয়েছি তার সাহায্যে Tag Edition এবং Lyrics Add খুব সহজেই এবং কার্যকরী ভাবে করতে পারবেন। Apps টি Paid Version।
উপরের সব প্রয়োজনীয় জিনিস থাকলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. Apps Install করে ফেলুন। Open করুন এবং যে গানে Lyrics যুক্ত করবেন সেই গানটি Select করুন
২. Tag Edition করার দরকার হলে Edit করুন। Cover পরিবর্তন করতে চাইল ডানে Drug করে Cover পরিবর্তন করে Save Cover করুন। তারপর নিচে Drug করুন।
৩. এবার Lyrics এর ঘরে Lyrics Copy/Paste করে অথবা লিখুন তারপর Save text করে বের হয়ে অাসুন।
এবার Music Player Open করুন গান শুনুন অার তাল মিলিয়ে গান গান। বিনোদন নিয়ে অাপনার মন,দেহ সব সুস্থ থাকুক এই কামনায়। সবাই ভালো থাকবেন।
কোন প্রকার ভূল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন
আমি সাব্বির হাসান রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অামি সাব্বির হাসান রুবেল। অামি টেকটিউনস এর সাথে যোগ দিতে পেরে অনেক অানন্দিত। অামি অাপানাদের মানসম্মত টিউন উপহার দিব ইনশাঅাল্লাহ।
দিলাম ডাউনলোড