সরকারি ছুটির দিনের অসাধারাণ একটি Android Apps।

আস্‌সালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র হমতে সবাই খুব ভাল আছেন।আজ অনেক দিন পরে লিখতে বসলাম।কেউ কেউ ভাবতে পারেন যে আমি হয়ত হারিয়ে গেছি।কিন্তু আসলেই তা নয়। আমি বেশ কিছু দিন যাবত খুব ব্যস্ত ছিলাম চাকরি জন্য।আল্লাহ্‌র রহমতে এবং সবার দোয়ায় আমার কপালে একটা সরকারি চাকরি মিলল।যাক আমার ব্যক্তিগত কথা আর বলছি না।যে জন্য আজ লেখার উদ্দেশ্য তা হল একটা এন্ড্রয়েড অ্যাপ্‌স।
অ্যাপ্‌স টি আসলেই তেমন বিশেষ কিছু না, কিন্তু আমার কাছে আপ্‌স টি খুব কাজের মনে হয়েছেস তায় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হল।

                                                                                                             আপ্‌স টির নাম হল
``Bangladesh Government Holiday``

                                               ডাউনলোড করতে চাইলে নিচে ক্লিক করুন

আপ্‌স টির কাজ হল আমাদের দেশের(বাংলাদেশ) নির্বাহী আদেশে ছুটির দিন গুলোকে খুব সহজ করে তুলে ধরা।
অর্থাৎ যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য খুবই উপকারে আসতে পারে এই আপ্‌সটি।
এতে সুন্দর করে সাজনো হয়েছে ছুটির দিন গুলোকে।আমি নিজেও জানতাম না যে কি কি দিবসের  কি কি ছুটি।প্রয়োজন মনে হলে আমার মত সংগ্রহ করে রাখতে পারেন।
আপ্‌স টির কয়েকটি সুবিধা  আপনাদের সামনে স্ক্রিনসর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।

 ধন্যবাদ সবাইকে।

সময় পেলে আমার ব্লগে ঘুরে আ্সতে পারেন

 আমার সাথে যোগাযোগ করতে চাইলে।
  www.facebook.com/rajibdpi
ফেইসবুক
https://plus.google.com/u/0/110720086147357640859
গুগল প্লাস
https://twitter.com/rajibdpi
টুইটার
লিঙ্কড ইন
 
 স্কাইপি

Level 0

আমি রাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানতে ও জানাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস