এক গেম দিয়েই কোটিপতি :অ্যান্ড্রয়েড গেম

মানুষের ভাগ্য মানুষকে কোথায় না নিয়ে যায়।  হ্যাঁ, বলছি এখনকার এই পর্যন্ত সবচেয়ে আলোচিত  গেম Flappy Bird নিয়ে। গেমটি প্রথম প্রকাশিত  হয় ২০১৩ সালে। যিনি তৈরি করেছেন তিনি হলেন  ভিয়েতনাম এর ডেভেলপার Dong Nguyen।  প্রকাশিত করে GEARS Studios নামে অতি ক্ষুদ্র  একটি গেম ডেভেলপিং কোম্পানি। গেমটি হটাত  পপুলার হয় ২০১৪ সালে এর লেভেল এর ডিফিকাল্টই  এর কারণে।

Dong এক সাক্ষাতকার এ বলেন এই গেম এর  এডভারটাইস থেকে দিনে ৫০০০ ডলার আয় হত।  এতে তিনি রাতারাতি কোটিপতি বনে যান অথচ এই  গেম তৈরি তে সময় লেগেছিল দুই থেকে তিন দিন। কিন্তু ১০ ফেব্রুয়ারি ২০১৪ সালে তিনি গেমটি অ্যাপসটর ও গুগল প্লে থেকে সরিয়ে ফেলেন। কারন বলেন যে তিনি গেমটি তৈরি করেছিলেন মানুষ যেন অবসর সময় কাটাতে পারে কিন্তু এই গেম এমন নেশায় পরিনত হয় যে মানুষের রাতের ঘুম ও হারাম করে ফেলে।

অনেকে বলেন গেম টি সরিয়ে ফেলার কারন সুপার মারিও এর সাথে গ্রাফিক্স এর সামঞ্জস্যতা। কিন্তু Dong বলেন অনুশোচনার কথা।
এই গেমের ক্লোন প্লেস্টোরে পাওয়া গেলেও অরিজিনালটি আর নেই। এর সর্বশেষ ক্লোন টি হল Flappy Ufo।

যারা গেম টি এখনও খেলেননি তারা খেলে দেখতে পারেন এই Flappy Ufo। তবে Flappy Ufo এর গ্রাফিক্স সম্পূর্ণ আলাদা শুধু গেমপ্লে টি একই। তো ট্রাই করে নিতে পারেন Flappy Bird এর এই ক্লোন গেম। সাথে জেনে নিতে পারেন কি আছে এর মধ্যে যা এই গেম কে এত পপুলার করেছে।

ডাউনলোড লিংক

Level 0

আমি লিপু হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Boring game……….

খেলতাম অনেক আগে। অস্থির একটা নেশা ধরানো গেম।