ভাষার জন্য জীবন দিয়েছি। এখন দিলাম আপনার মনের মত ডিকশনারি এখন হাতের মুঠোয়। এটিই হয়তো খুঁজছিলেন।

বাংলা ডিকশনারি যে কত প্রয়োজনীয় বিষয় আমরা যারা কম্পিউটারে মুভি দেখি, খবর পড়ি এবং শিক্ষামূলক অন্যান্য কাজ করি তারা সকলেই জানি। আমি নেটে আজ পর্যন্ত অনেক বাংলা ডিকশনারি দেখেছি, কিন্তু কোন ডিকশনারিই আমার মন মত ছিল না।

ফিচার ভাল, কিন্তু হয় শব্দ সংখ্যা কম অথবা লোড হইতে অনেক টাইম নেয়। আবার সাইজও অনেক বড় বড়। কথা না বাড়িয়ে এবার আসল জায়গায় আসি।

Dictionary

এই ডিকশনারিতে যা যা আছে তা নিচে সংক্ষেপে দিলাম, তবে তার আগে চলুন একটি স্ক্রিনশট দেখে নিই।

(সাদামাটা লুক দেখে আবার নিরাশ হইয়েন না, চেহারা দেখে সবকিছু চেনা যায় না। আগে ডাউনলোড করুন তারপর পছন্দ না হলে আমাকে বলবেন)

  • ১। এই ডিকশনারির ডাউনলোড সাইজ মাত্র ২ মেগাবাইট।
  • ২। শব্দসংখ্যা প্রায় ৯০০০+ (৯ হাজার+)
  • ৩। এর ইউজার ইন্টারফেস খুবই সহজ সরল, অতি দ্রুত ডিকশনারি চালু ও বন্ধ করা সম্ভব। মেমোরি খায় অন্যান্য ডিকশনারির তুলনায় একেবারেই নগন্য।
  • ৪। এতে রয়েছে Clipboard Monitoring ফিচার। অর্থাৎ যে কোন ইংরেজী শব্দ যে কোন জায়গা থেকে কপি করে ডিকশনারি উইন্ডোটি ফোকাস করলেই সরাসরি সে শব্দের মানে দেখাবে।
  • ৫। এটি এমনভাবে তৈরি, যাতে ইউজারের কোন ওয়ার্ড খুজতে সর্বনিম্ন সময় ব্যয় হয়। যেমন ধরুন, যতবার আপনি ডিকশনারির উইন্ডোতে ফিরে আসবেন, ততবারই আপনার পূর্বের সার্চকৃত ওয়ার্ডটি মুছে যাবে এবং কার্সার Input স্থানে ফিরে আসবে।

অনেকে আছেন খুব ভাব নেন অক্সফোর্ড, কেম্ব্রিজ নিয়ে। তাদেরকে বলি বাংলাকে ধারণ করুন। এ ভাষা আমাদের।

ফেসবুক এ আমি http://www.facebook.com/apuifte

ধন্যবাদ।

Level 0

আমি হোসেন অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

লিঙ্ক কাজ করে না!