আমি অনেক প্রতিক্ষার পর কিছুক্ষণ আগে টেকটিউনস এ একাউন্ট খুললাম। এটাই আমার প্রথম টিউন। যদি কোন ভুল হয় মাফ করে দিবেন। আশা করি সবাই ভালো আছেন। গান মানুষের মনের শান্তি এবং দুঃখ দুটোই দেয়। গান শুনতে কার না লাগে। যদি গানের সাথে গানের কথা আসে তাইলে তো কোন কথাই থাকে না। আর এই কথা যদি আনা যায় অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে তাইলে তো কোন কথাই থাকে না।
যাক কথা না বাড়িয়ে কাজের কথায় যাই। যাউকগা সামনের দিকে আউকগা এর আগে হয়ত কেউ কম্পিউটার এ গানের সাথে লিরিক মানে গানের কথা এনে গান শুনছেন কিন্তু কাকা এটা অ্যান্ড্রয়েড এর যুগ তাই আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি অ্যান্ড্রয়েড আ্যাপ যেটা দিয়ে আপনি গানের সাথে গানের লেখা আনতে পারবেন।
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন।
এরপর অ্যাপটি ওপেন করে একটি গান বাজান সাথে নেট কানেকশন চালু করে দিন (আপনার অবশ্যই নেট কানেকশন চালু এবং নেট থাকতে হবে) দেখবেন কিছুক্ষন পর আপনার গানের লেখাটি চলে আসছে।
বাংলাদেশের কিছু ব্যান্ডের গান আপনার মাতৃভাষা বাংলায় চলে আসবে এবং কিছু বাংলিশ এবং ইংলিশ লেখা আসবে লিরিক গুলো।
বাংলা ব্যান্ড বলতে শিরোনামহীন, আর্থহীন, ওয়ারফেইস, ব্লাক, মইলস, আরসেল, এল আর বি ইত্যাদি ব্যান্ড এর গানগুলোর লেখা বেশির ভাগ বাংলায় আসবে।
আপনি চাইলে আপনার পছন্দের গানের লিরিক নিজে লিখে দিতে পারবেন।
তবে মনে রাখবেন সব গানের লেখা নাও আসতে পারে।
আমি মিল্টন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো আমি মিল্টন হালদার। আমি একজন ছাত্র এবং ব্লগার। আমি প্রযুক্তি ভালবাসায় এখানে আসা। আশাকরি নতুন নতুন টিউন করে আপনাদের মজা দিতে পারব।
Google Play Store এ গিয়ে musiXmatch নিখে সার্চ করলেই পেয়ে য়াবেন।