আপনার ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে নাকি মেয়ে, তাহলে কেমন হয়? হ্যা, আপনাদের আজকে তেমন একটি এপের সাথে পরিচয় করিয়ে দেব যা ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে নাকি মেয়ে। এপটি খুবই মজার ও সবক্ষেত্রেই প্রায় সঠিক তথ্য প্রদান করে।
এবার আসুন জেনে নিই কিভাবে ব্যবহার করবঃ
এপটি দুইভাবে ব্যবহার করা যায়।
১। এপটি দিয়ে ছবি তুলে তাৎক্ষনিকভাবে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করে।
১। এপটি দিয়ে ছবি তুলে তাৎক্ষনিকভাবেঃ
ক) প্রথমে এপটি ওপেন করুন।
খ) Take cam shot অপশন টিতে ক্লিক করুন।
গ) এন্ডয়েড এর ক্যামেরাটি ওপেন হবে।
ঘ) এবার যার বয়স নির্নয় করবেন তার ছবি তোলেন।
ঙ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
২। আগের তোলা ছবি বিশ্লেষন করেঃ
ক) প্রথমে use your own photo তে ক্লিক করুন।
খ) যে ছবিটি ব্যবহার করবেন বা যার বয়স নির্নয় করবেন তার ছবিটি সিলেক্ট করুন।
গ) এবার দেখুন কারিশমা, ছবিটির উপরে তাকান, ছেলে হলে M এবং বয়স আর মেয়ে হলে W বয়স দেখা যাবে।
এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হলঃ
১। সঠিক ও নির্ভুল তথ্য দেয়।
২। বন্ধু, নিজ, যে কারো ছবি বিশ্লষন করতে পারে।
৩। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কারো বয়স বের করা যায়।
৪। এপটি খুবই মজার ও সঠিক তথ্য দেয়।
৫। বিশ্লষনকৃত ছবি যে কোন সামাজিক মাধ্যমে শেয়ার করা যায়।
Insa Softtech Studio এর ডেভেলপ করা How Old Do I Look Camera.apk এপটি ডাউনলোড করুন।
টিউনটি এখানে প্রথম প্রকাশ করা হয়েছিল।
সফটওয়ার টি আপনাদের কাছে কেমন লাগল বা ব্যবহার করতে সমস্যা হচ্ছে কিনা জানাতে ভুলবেন না।
ফেসবুকে আমি। আমাকে লাইক করতে পারেন নতুন কিছু পেতে।
আপনাদের পরামর্শ, বুদ্ধি, অনুপ্রেরণা একজন নতুন লেখকের জন্য অবশ্যই প্রয়োজন
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ভাল কাজ করেনা। সফটওয়্যার এর রিভিউ না দেখে পোস্ট করে দিছেন।