বিভিন্ন কাজে আমাদের ফাইল স্ক্যান করতে হয়। আপনি হয়ত এখন বাসায় আছেন বা বাইরে আছেন, এ মুহুর্তে কোন গুরুত্বপূর্ণ ফাইল স্ক্যান করা প্রয়োজন। হাতের কাছে কোন স্ক্যানার নেই। কি বিপদে ই না পড়লেন। আবার এন্ডয়েড দিয়ে স্ক্যান করার মত অনেক এপই আছে কিন্তু সেগুলো তেমন ভাল কাজে দেয় না। আজকে এন্ডয়েড দিয়ে কম্পিউটার এর মতই স্ক্যান করা যায় এবং স্ক্যান কপির মান অনেক উন্নত ও পরিস্কার। Tiny Scan Pro: PDF Scanner নামের এপটি আমার দেখা সবচেয়ে ভাল মানের স্ক্যান করার মত এপ যা ছবিকে অনেক ক্লিয়ার করে সেভ করে।

আসুন Tiny Scan Pro: PDF Scanner এর কিছু বৈশিষ্ট্য দেখে নেই।
১। Tiny Scan Pro: PDF Scanner দিয়ে ডকুমেন্টককে images অথবা PDF আকারে সেভ করতে পারবেন।
২। images অথবা PDF ডকুমেন্টককে যে কোন ফোল্ডারে সেভ করতে পারবেন।
৩। আপনি চাইলে অনলাইনে images অথবা PDF ফাইলকে সেন্ড করতে পারবেন বা যে কোন ক্লাউড স্টোরে যেমনঃ Dropbox, Evernote, Google Drive, or Box এ সেভ করতে পারবেন।
৪। Wifi দিয়ে স্ক্যান করা ফাইল কম্পিউটারে ও সেন্ড করতে পারবেন।
৫। বিভিন্ন রংয়ে ডকুমেন্ট সেভ করতে পারবেন যেমনঃ color, grayscale, black & white।
প্লেস্টোরে যেসব বৈশিষ্ট্য দেয় আছেঃ
TinyScan turns your device into a pdf portable scanner. Scans are saved to your phone as images or PDFs. Name and organize your scans into folders, or share them by:
- Email
- Dropbox, Evernote, Google Drive, or Box
- Wifi directly to your computer
TinyScan has all the BIG features you need:
* Scan in color, grayscale, or black & white
* Page edges are detected automagically
* 5 levels of contrast for crisp monochrome texts
* Set page sizes for PDF (Letter, Legal, A4, and more)
* Thumbnail or list view, sort scans by date or title
* Quick search by document title
* Protect your documents with a passcode
* Universal – a single app that works on phone and tablet too!
সর্বশেষ May 16, 2015 তে আপডেট করা হয়েছে।
ডাউনলোড Tiny Scan Pro: PDF Scanner
টিউনটি এখানে প্রথম প্রকাশ করা হয়েছিল।
ব্রাউজারটি আপনাদের কাছে কেমন লাগল জানাতে ভুলবেন না।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ata to tk chai