ব্রাউজার এন্ডয়েড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এপ্লিকেশন। একটি ভাল মানের ব্রাউজার না হলে নেট ব্যাহার করে মজা পাওয়া কঠিন। আমি যতগুলো ব্রাউজার ব্যবহার করছি তার মধ্যে Link Bubble Browser টি খুবই দ্রুত লোড নেয়, সময় সেভ করে, বেটারির চার্জ কম ব্যবহার করে, ডাটা সেভ করে।
ব্রাউজারটির কিছু বৈশিষ্ট্য তুল ধরা হলঃ
১। আলো নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে ব্যাটারি খরচ কমবে।
২। ইউটিউবসহ যেকো ভিডিওর লিংক embed করতে পারবেন।
৩। ডাটা সেভ হবে। কতটুকু ডাটা সেভ হবে তাও দেখতে পাবেন।
৪। একই সময়ে একাধিক পেজ লোড করতে পারবেন
৫। যে কোন লিংক শেয়ার করতে পারবেন সহজেই।
৬। পেজ একবার লোড হলে আর দ্বিতীয় বার লো দিতে হবে না, যখন ইচ্ছা পড়তে পারবেন।
৭। এনিমেশন সাপোর্ট করবে।
৮। জুম করে পড়তে পারবেন। ফলে চোখের সমস্যা হবে না।
৯। গুগল ভয়েজ সাপোর্ট করে ফলে সার্চ করা আরো সহজ।
১০। নিজের পছন্দমত থিম পরিবর্তন করতে পারবেন।
Link Bubble Browser Pro এবং Link Bubble Browser ফ্রি উভয় ভার্সনই আছে।
নিচের লিংক থেকে প্রো ভার্সনটি ডাউনলোড করুন
টিউনটি এখানে প্রথম প্রকাশ করা হয়েছি।
ব্রাউজারটি আপনাদের কাছে কেমন লাগল জানাতে ভুলবেন না।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub vlo