Truecaller খুজে বের করবে অপরিচিত কলারকে

প্রতিদিনই আমাদের বিভিন্ন অপরিচিত ফোনকল রিসিভ করতে হয়। কেমন হবে যদি কল রিসিভ করার আগেই জেনে যান কে আপনাকে ফোন করেছেন। জ্বী সেটা সম্ভব True Software Scandinavia AB এর Truecaller এপস এর মাধ্যমে।

 

 

 

 

 

প্রথমে  Truecaller এবং Truedialer এপস দুটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন। Iphone, Windows Phone, Blackberry, Symbian এর জন্য Truecaller এর সাইট থেকে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোডের পর ট্রু-কলার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।

 

 

 

 

 

 

প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।

 

 

 

 

 

 

এবার ট্রু-ডায়ালার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।

 

 

 

প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।

 

Tap on item এ View contact দিন।

 

 

Allow notification access এ ক্লিক করে নটিফিকেশন এক্সেস দিন।

 

 

এবার আসুন খোজ দা সার্চ শুরু করি। নিচের ছবিটি ট্রু-কলার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।

 

 

ঠিক একইভাবে ট্রু-ডায়ালার এ খোজ দা সার্চ শুরু করলাম। নিচের ছবিটি ট্রু-ডায়ালার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।

 

 

 

আপনি চাইলে Truecaller সাইটেউ নাম্বার সার্চ করতে পারবেন। দেখুন আমার নাম্বার সার্চ করলাম, আর সকল তথ্য দিয়ে দিলো।

এখন থেকে কেউ আপনাকে কল করলে আপনার ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে সাথে সাথে ট্রু-কলার আপনাকে কে ফোন করেছে তার তথ্য দিয়ে দিবে।

 

 

হ্যাপি কলিং 🙂

 

 

 

 

Level 0

আমি নুরমোহাম্মদ ভুইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 599 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কনো কাজের না
ধন্যবাদ শেয়ার করার জন্য

Kazer Kaz kichui hotbed NA.

Kajer kaj kichui hobe na.

এটা বাংলাদেশের জন্যে প্রযজ্যে না

100 ta search korle 1-2 ta pawa jabe, tao doubt ase.

যেসব নাম্বার ফেসবুক, টুইটার ও বিভিন্ন সোস্যাল মিডিয়াতে সেয়ার করা আছে, শুধু সেই নাম্বার গুলো ভিউ করবে। আর এর জন্য Software ব্যবহার না করে, ফেসবুক এ সার্চ করলেও হয়।

এটা বাংলাদেশের জন্যে নয়।

অনেক কষ্ট করে টউনটি করেছেন বলে ধন্যবাদ
উপরের টউমেন্টারদের সাথে একমত…………

bro এইটার কাহিনীটা এমন না। ট্রু কলার দিইয়ে খুজে বাপেন জারা তাদের মোবাইল নাম্বার দিয়ে ট্রু কলার account ওপেন করছে । জাকে খুজবো তার এই খানে account নাও থাকতে পারে 🙂
আর নাম্বার identify করা এতো সোজা না 🙂
ধন্যবাদ 🙂

এমন কোন কিছু ওয়ে আছে, মোবাইলে বা পিসিতে কারও কোন ম্যাসেজ/ইমেইল পেলে সেখান থেকে তার লোকেশান/পিসি এর আইপি জানা যাবে?