ডাউনলোড করে নিন অ্যান্ড্রয়েড অ্যাপ এবং প্রাইভেট ফাইল লক করার সেরা অ্যাপ LockDown Pro ফ্রীতে।

যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাদের প্রায় সবাই লকার ইউস করেন। অ্যাপ কিংবা পিকচার, ভিডিও এসব লক করার অনেক অ্যাপ আছে কিন্তু Lockdown Pro টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যাপটির অনেকগুলো ফিচার আছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। অ্যাপ লক করে ফেইক মেসেজ অ্যাড করে দিতে পারবেন। প্রাইভেট ভিডিও কিংবা ছবি লোকালে গ্যালারী/ভিডিও প্লেয়ার/ফাইল ম্যানেজারে দেখাবে না। লক খুলে সেই ভিডিও কিংবা পিকচার দেখতে হবে।

আপনার মোবাইলের সর্বমোট অ্যাপের সংখ্যা দেখাবে এবং কয়টা অ্যাপ লক করা হয়েছে সেটাও দেখাবে। নির্দিষ্ট একটা অ্যাপে টাচ করলেই সেটি লক হবে। চেপে ধরে রাখলে ফেইক মেসেজ চালো হবে (এর জন্য আগে সেটিং থেকে ফেইক মেসেজ অপশন অন করতে হবে। )

দেখতে অনেক সুন্দর এবং আপনি ইচ্ছা করলে  থিম ডাউনলোড করতে পারবেন। প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়ে মাস্টর লকটি চালাতে পারবেন।

সব মিলিয়ে অ্যাপটি আমার কাছে ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন। সাইজ মাত্র ৬ এমবি।

Level 2

আমি আলআমিন সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কার্যকরী সব এপ্স। অথচ ফোর্স স্টপ অথবা ক্লিয়ার ডাটা করে দিলে সব ফাইলেই ঢুকা যাবে। তাহোলে আর লাভ থাকলো কি? এমন কোন এপ্স থাকলে দেন, যেটা এডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করবে। ক্লিয়ার ডাটা, ফোর্স স্টপ করতে গেলেও ওই এপ্স এর পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। তা যদি না হই, তবে এপ্স দিয়ে লক করার কোন মানেই হই না। 🙁

এত কার্যকরী সব এপ্স। অথচ ফোর্স স্টপ অথবা ক্লিয়ার ডাটা করে দিলে সব ফাইলেই ঢুকা যাবে। তাহোলে আর লাভ থাকলো কি? এমন কোন এপ্স থাকলে দেন, যেটা এডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করবে। ক্লিয়ার ডাটা, ফোর্স স্টপ করতে গেলেও ওই এপ্স এর পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। তা যদি না হই, তবে এপ্স দিয়ে লক করার কোন মানেই হই না। 🙁

ডাউনলোড করলাম ! 😛

ধন্যবাদ 🙂