আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন ।
গত পর্বে আপনাদের জন্য এনেছিলাম Hill Climb Racing (আনলিমিটেড কয়েন)।
তো শুরু করি আজকের পর্ব,
রমজান মাস আসতে আর বেশি দিন নেই রমজান মাসে আমরা আল্লাহর ইবাদত যতটুকু সম্ভব করত চেস্টা করি। আর তাই আপনাদের কথা চিন্তা করেই আমার আজকের আয়োজন।
[আমি টিটির নিতিমালা ভঙ্গ করে ফেলেছিলাম তাই টিটি আমার চেইনটি ডিলেট করেছিল। যেহেতু চেইন টিউন তাই নিতিমালা মেনে আবার প্রথম থেকে টিউন শুরু করলাম আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভূলেও নিতিমালার বাহিরে না যাই। আমার মত কেও নিতিমালা না মেনে টিউন করবেন না প্লীস। টেকটিউনস মান ধারা ও নীতিমালা সবার জন্য সমান।]
প্রথমেই থাকছে আল্লাহর ৯৯টি নাম স্মবেলিত অ্যান্ড্রয়েড এপস। নাম: 99 Names of Allah, আপনাদের সুবিধার জন্য বাংলা ও ইংরেজি দুই ভার্সনই থাকছে।
ইংরেজি ভার্সন: 99 নাম ইংরেজি এবং তাদের অর্থ দিয়ে একসঙ্গে সুন্দর আরবি গোল্ডেন Calligraphic বিন্যাসে উপস্থিত করা.
ভিডিও অ্যানিমেশন সিঙ্ক্রোনাইজ দেখায়, নাম স্লাইড আল্লাহর অডিও নামের চমৎকার উপস্থাপনা শুনায়।.
বাংলা ভার্সন: আমরা সব মুসলমান আল্লাহ এবং অর্থ 99 নাম জানতে চান. এর ফলে অ্যাপ্লিকেশন আপনাকে সাহায্য করতে পারে. নাম এবং অর্থ একটি সহজ ইউজার ইন্টারফেসের সাথে বাংলা ভাষায় উপলব্ধ করা হয়.
কিছু স্ক্রীনসর্ট
বৈশিষ্ট্য সমূহ:
• বাংলায় সব সূরা নামের তালিকা.
সূরা তথ্য •.
• বুকমার্ক পাওয়া যায়.
• সমস্ত Shajda উলটোটা রঙ্গিন হয়.
কিছু স্ক্রীনসর্ট
কেমন লাগল টিউমেন্ট জানাতে ভূলবেন না কিন্তু।
[এডমিন ভাই আপনি যে ভূলের কথা বলেছিলেন আমি তা সংশোধন করে টিউন শুরু করেছি। যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়েথাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিত কইরেন না।]
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।